ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র সেবাঘর (দ্বিতীয়) রাজধানীর নিকুঞ্জে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি সেবাঘরের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে আবদুল মান্নান বলেন, সেবাঘরের মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায়। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ ব্যাংক দেশব্যাপী সেবাঘর খোলার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বিপুল গোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, তিন দশকের অর্থায়ন সেবার মাধ্যমে কল্যাণমুখী এ ব্যাংক দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।
সবাইকে ইসলামী ব্যাংকের আধুনিক ও কল্যাণধর্মী সেবা গ্রহণ করার আহবান জানান আবদুল মান্নান।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব-উল-আলম ও আবদুস সাদেক ভুইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন ও মো. সিদ্দিকুর রহমানসহ ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেবাঘরের মাধ্যমে গ্রাহক এটিএম ও আইডিএম-এ ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলন, চেক ও পে-অর্ডার জমা, ইউটিলিটি বিল পরিশোধ, একাউন্ট খোলা, একাউন্ট ব্যালান্স ও স্টেটমেন্ট গ্রহণ, আই-ব্যাংকিং সেবা, হিসাবের তথ্য ও কেওয়াইসি হালনাগাদ, চেক রিকুইজিশন ও বিনিয়োগ তথ্যসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এসই/এমজেএফ/