ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেঘনা সিমেন্টের এজিএম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
মেঘনা সিমেন্টের এজিএম শুরু ছবি: দেলোয়ার হেসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মংলা(বাগেরহাট)থেকে: দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরার সহযোগী প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়েছে।
 
বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে শনিবার(৩০ মে) সকাল ১০টায় বাগেরহাটের মংলা বন্দর অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হচ্ছে।


 
মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মাহাবুব মোরশেদ হাসানের সভাপতিত্বে বার্ষিক এ সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত আছেন নিরপেক্ষ পরিচালক খাজা আহমেদুর রহমান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল(অব.) মাহবুব হায়দার খান, গণমাধ্যম উপদেষ্টা আবু তৈয়ব।
 
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব-উজ-জামান, তৌহিদুল ইসলাম, কোম্পানি সচিব এম নাসিমুল হাইসহ উর্ধ্বতন কর্মকর্তা ও কমপ্লায়েন্স নিরীক্ষকবৃন্দ।  
 
সভায় পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রতিষ্ঠানটির ২০১৪ সালের বার্ষিক বিবরণী, আর্থিক হিসাব ও পরিচালকদের প্রতিবেদন শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
 
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার ধারাবাহিকতা ধরে রেখেছে। আগের বছর ২০১৩ সালে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
 
সমাপ্ত হিসাব বছরটিতে মেঘনা সিমেন্টের কর পরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৭ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৮ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য(এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ১০ পয়সা।
 
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে(জানুয়ারি থেকে মার্চ সময়ে) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে মেঘনা সিমেন্টের কর পরবর্তী মুনাফা হয়েছে ৫ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা। যা আগের বছরের একই সময় ছিলো ৩ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা।
 
মেঘনা সিমেন্টের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভ রয়েছে ৫৯ কোটি ৭১ লাখ টাকা।
 
চলতি বছরে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০১৪ পেয়েছে বসুন্ধরা গ্রুপের সহযোগী এই প্রতিষ্ঠানটি। গত ২০ জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বসুন্ধরা গ্রুপের (সিমেন্ট) ডিএমডি প্রকৌশলী একেএম মাহবুব-উজ-জামান’র হাতে পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
এই পদকটি দেওয়র ক্ষেত্রে কোম্পানির ব্যবস্থাপনা, বিজনেস অ্যানালাইসেস, কোয়ানটিটিস ফ্যাক্টর, প্রফিটিবিলিটি ও লিকুইডিটি এন্ড ফান্ডিং ফ্লেক্সিবিলিটি বিবেচনায় নেওয়া হয়।
 
প্রায় দুই যুগ আগে ১৯৯২ সালে মংলা শিল্পাঞ্চলে প্রতিষ্ঠা করা হয় মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয় বসুন্ধরা গ্রুপের এই সহযোগী প্রতিষ্ঠানটি।
 
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এএসএস/এনএস/

** মেঘনা সিমেন্টের এজিএম শনিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।