ঢাকা: পবিত্র শবেবরাত ও মাহে রমজান উপলক্ষে খোলাবাজারে প্যাকেটজাত চিনি বিক্রি করবে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি)।
বিএসএফআইসি প্রতি এক কেজি প্যাকেট চিনির দাম নির্ধারণ করেছে ৪২ টাকা এবং দুই কেজি প্যাকেটের চিনি বিক্রি করবে ৮৩ টাকায়।
গত বৃহস্পতিবার(২৮ মে’২০১৫) রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনে চিনির বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বর্তমানে বিএসএফআইসি’র কাছে চিনির মজুত রয়েছে ১ লাখ ৫৪ হাজার টন। রোজার মাসে দেশে যে পরিমাণ চিনি দরকার, সরকারের কাছে সে পরিমাণ চিনি মজুত রয়েছে। ফলে পবিত্র রমজানে কেউ অতি মুনাফার সুযোগ পাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এনএস/