ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজান- শবেবরাত

খোলাবাজারে চিনি বিক্রি করছে বিএসএফআইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ৩০, ২০১৫
খোলাবাজারে চিনি বিক্রি করছে বিএসএফআইসি

ঢাকা: পবিত্র শবেবরাত ও মাহে রমজান উপলক্ষে খোলাবাজারে প্যাকেটজাত চিনি বিক্রি করবে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি)।

বিএসএফআইসি প্রতি এক কেজি প্যাকেট চিনির দাম নির্ধারণ করেছে ৪২ টাকা এবং দুই কেজি প্যাকেটের চিনি বিক্রি করবে ৮৩ টাকায়।

খুচরা বাজারে যথাক্রমে তা সর্বোচ্চ যথাক্রমে ৪৬ টাকা এবং ৯০ টাকা দরে বিক্রি করা যাবে।

গত বৃহস্পতিবার(২৮ মে’২০১৫) রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনে চিনির বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বর্তমানে বিএসএফআইসি’র কাছে চিনির মজুত রয়েছে ১ লাখ ৫৪ হাজার টন। রোজার মাসে দেশে যে পরিমাণ চিনি দরকার, সরকারের কাছে সে পরিমাণ চিনি মজুত রয়েছে। ফলে পবিত্র রমজানে কেউ অতি মুনাফার সুযোগ পাবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।