ঢাকা: জমিতে ফসল ফলানো থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত একজন কৃষকের কৃষি বিষয়ে যেসব উপকরণ ও তথ্য দরকার তার সব সেবা মিলছে রহিমআফরোজ সোলারের ৩৬০ ডিগ্রি এ্যাগ্রো সলিউশনে।
সৌর বিদ্যুৎ চালিত সেচ সুবিধা, উন্নতজাতের বীজ, সার, কৃষি উপকরণ, মাটি পরীক্ষার সুযোগ, কৃষি বিষয়ক পরামর্শের সেবাগুলো কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
শনিবার (৩০) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় আয়োজিত তিন দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার ১৭৮ ও ১৭৯ নম্বর স্টলে গিয়ে পাওয়া যায় এসব তথ্য।
স্টল সূত্র জানায়, রহিমআফরোজ সোলারের ৩৬০ ডিগ্রি এ্যাগ্রো সলিউশনের অন্যতম অংশ সোলার পাম্প প্রকল্প। সৌর সেচ প্রকল্প স্থাপনের ফলে কৃষকরা দোফসলি জমিতে তিনটি ফসল চাষ করতে পারছেন। কোনো জায়গায় চারটি ফসলও চাষ করছেন কৃষকরা। ফলনও পাচ্ছেন ভালো।
সোলার পাম্প প্রকল্পের সিনিয়র অফিসার মিনহাজুল মিয়াজী জানান, কৃষকরা এই সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে ডিজেল চালিত সেচ পাম্পের চেয়ে তুলনামূলক কম খরচে সেচ সুবিধা পাচ্ছেন। এটি পরিবেশবান্ধব। ডিজেল পাম্পের মতো বেশি রক্ষাণাবেক্ষণের প্রয়োজন হয় না, ফলে কৃষকরা খুব সহজেই এটি ব্যবহার করতে পারছেন।
কৃষি ঋণ নিতে চাইলেও সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে রহিমআফরোজের সোলার। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ সুবিধা নিতে সহযোগিতা করছে তারা। ইডকল (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড) এই সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প প্রকল্পের অর্থ সহায়তা দিচ্ছে।
যেভাবে সেবা পাওয়া যাবে: সোলার পাম্প সেচের সেবা নিতে হলে প্রথমে মোট ব্যয়ের শতকরা ১৫ ভাগ মূলধন হিসেবে বিনিয়োগ করতে হবে একজন উদ্যোক্তাকে। ৩৫ ভাগ ইডকল থেকে সহজ শর্তে ঋণ পাওয়া যাবে। আর অবশিষ্ট ৫০ ভাগ প্রণোদনা হিসেবে দেওয়া হবে।
কৃষক ও নতুন উদ্যোক্তাদের জন্য তথ্য প্রদান, সৌর বিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপন, কীভাবে পরিচালনা করতে হবে তার কৌশলসহ আনুষঙ্গিক যাবতীয় সহযোগিতা প্রদান করছে রহিমআফরোজ সোলার পাম্প। তবে শুধু কৃষক নয়, বিভিন্ন কৃষি সংশ্লিষ্ট এনজিও, সরকারি ও বেসরকারি সংস্থা এ সেবা পেতে পারেন।
কৃষিবান্ধব এসব সেবা পেতে হলে রহিমআফরোজ সোলার’র প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
এছাড়া রহিমআফরোজের দেশব্যাপী বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ডিলার, সার্ভিস সেন্টারে যোগাযোগ করলেও তথ্য পাওয়া যাবে। আর গ্রামের কৃষকরা রহিমআফরোজের অলাভজনক প্রতিষ্ঠান রুরাল সার্ভিসেস ফাউন্ডেশনের (আরএসএফ) ৪৫০টির বেশি ইউনিট অফিস ও ১৩টি সার্ভিস সেন্টার থেকেও তথ্য সংগ্রহ করতে পারবেন।
সার্বিক বিষয়ে রহিমআফরোজ রিনিউএ্যাবল এনার্জি লিমিটেড’র হেড অব সেলস সৈয়দ ইশতিয়াক আহম্মেদ বলেন, ইতিমধ্যে রহিমআফরোজ সোলার নিজস্ব উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে দু’শটির বেশি সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করেছে। ২০০৪ সাল থেকে এই সেবার কার্যক্রম শুরু হয়। এ সেবা পাওয়ায় কৃষকরাও অনেক খুশি।
তিনি জানান, পরীক্ষামূলকভাবে ৩৬০ ডিগ্রি এ্যাগ্রো সলিউশনের কার্যক্রম পঞ্চগড় ও দিনাজপুর জেলায় শুরু করা হয়েছে। অল্প সময়ে এটি কৃষক ও নতুন উদ্যোক্তাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। কৃষকদের জীবন মান ও কৃষির উন্নয়নের লক্ষ্যেই তাদের এ কার্যক্রম হাতে নেওয়া। কৃষকের উৎপাদিত পণ্যের ক্রয়-বিক্রয়ের প্লাটফর্ম হিসেবেও কাজ করছেন তারা।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
একে/জেডএস