ঢাকা: নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যই রয়েছে আরএফএল’র। বাজারে এসব পণ্যের রয়েছে জয়জয়কার।
সেচ পাম্প, ক্লাস পাইপ, এক্সেল পাম্প, পাওয়ার টিলার, সিডার মেশিন, কোদাল, টিউবয়েল, গুটি ইউরিয়া অ্যাপ্লিকেটরসহ আরও বিভিন্ন পণ্যে সরবরাহ করে কৃষকদের মাঝে সেবা দিয়ে যাচ্ছে আরএফএল। মানসম্মত পণ্য সরবরাহের কারণে ইতিমধ্যে কৃষকের মনও জয় করেছে এ প্রতিষ্ঠানের কৃষি পণ্য।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় আয়োজিত তিন দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় আরএফএল’র স্টলে খোঁজ নিয়ে পাওয়া গেলো এসব তথ্য। পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং লিমাবা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড আয়োজন করেছে এ মেলার।
আরএফএল’র অ্যাসিসটেন্ট ম্যানেজার লিটন আহমেদ জানান, এ প্রতিষ্ঠানের সেচ পাম্প ও ক্লাস পাইপ খুবই সাশ্রয়ী। কৃষকরা সহজেই ব্যবহার করতে পারেন। পণ্যটি শুধু মাঠ পর্যায়ে নয় বাসা, শিল্প প্রতিষ্ঠানেও ব্যবহার করা হয়।
এছাড়াও ফ্লোর ম্যাট, ওয়াটার ট্যাংক (সেরা), ম্যানহোল কাভার, কুর্ণি, বেলচা, টাগারি, রাইজবোল, টিফিন বক্সসহ নানা পণ্য আছে। সবমিলিয়ে সব ধরনের কনস্ট্রাকশন পণ্য রয়েছে এ প্রতিষ্ঠানের।
আরএফএল’র সিনিয়র সেলস এক্সিকিউটিভ মাসুদ রানা বলেন, শুধু কৃষি পণ্যেই নয় ব্যবহারযোগ্য যাবতীয় পণ্য বাজারজাত করছে আরএফএল। যেমন- এসডব্লিউআর পাইপ, ফিটিংস, বাথরুম ফিটিংস, ইউপিভিসি দরজা, উইন্ডোজ প্রোফাইল, সিট, সিলিং প্যানেল, সাইকেল ইত্যাদি।
স্টল সূত্র জানায়, বাংলাদেশে একমাত্র আরএফএল’ই সিপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করছে। যেটি লুব্রিজল’র ফ্লোগার্ড প্লাস (আমেরিকান ব্র্যান্ড)। যা বিশুদ্ধ পানির জন্য খুবই উপযোগী। শতকরা ১০০ ভাগ ফুডগ্রেড পণ্যটি ঠাণ্ডা ও গরম পানি ব্যবহার উপযোগী।
আরএফএল বর্তমানে সেন্ট্রিফিউগাল পাম্প, ম্যানহোল কভার, গ্যাস স্টোভ বেশ সাড়া পেয়েছে। গুণগতমান কঠোরভাবে মেনে চলার জন্য আরএফএল কৃতিত্বের সঙ্গে বিএসটিআই সার্টিফিকেট ও আইএসও ৯০০১ সনদ অর্জন করে। এছাড়া দেশের সীমানা ছাড়িয়ে বিভিন্ন দেশে আরএফএল সুনামের সঙ্গে পণ্য রপ্তানি করে যাচ্ছে।
আরএফএল’র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (কর্পোরেট সেলস) তৌহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য আরএফএল উৎপাদনের পাশাপাশি বাজারজাত করে যাচ্ছে।
প্রতিটি পণ্য তৈরিতে আমরা প্রথম অগ্রাধিকার দেই গুণগত ও মানসম্মতের দিকে। ফলে আস্থার সঙ্গে সবাই আমাদের পণ্যগুলোকে গ্রহণ করছেন। মানুষের প্রয়োজনীয় সব ধরনের পণ্যই আমরা বাজারজাত করছি। এটা আমাদের অনেক বড় অর্জন।
তিনি জানান, অল্প খরচে সেচ কাজে এবং সাধারণ মানুষদের মাঝে বিশুদ্ধ পানীয়-জল নিশ্চিত করতে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) পথচলা শুরু। আরএফএল বাংলাদেশের বৃহৎ কাস্ট আয়রন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিও পেয়েছে।
প্রাণ আরএফএল গ্রুপ কৃষিজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে দেশ ছাড়িয়ে বিশ্বের বাজারে জায়গা করে নিয়েছে বলেও জানান তিনি।
আরএফএল’র পণ্যের বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যাবে www.rflbd.com ওয়েবসাইটে। এছাড়া ফোনেও যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
একে/জেডএস