ঢাকা: সাংবাদিকরা না জেনেই ফরমালিন নিয়ে মতলববাজ প্রচারণা চালিয়েছিলেন বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে চাপাই নবাবগঞ্জ জেলা সমিতি আয়োজিত ‘স্বাস্থ্যসম্মত আম সংরক্ষণ ও বাজারজাতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
কৃষিমন্ত্রী বলেন, কিছু সাংবাদিক না জেনেই ফরমালিন নিয়ে অজ্ঞ প্রচার করেছেন। কলম হাতে নিয়ে বসলেই কী সব জানা যায়! এই সব জানাদের দিয়ে সমস্যা। তাদের এই প্রচারের কাছে সবাই অসহায়।
মন্ত্রী বলেন, ফরমালিন নিয়ে এতো বাড়াবাড়ি না হলেও পারতো। নেতিবাচক এ প্রচারে ব্যবসায়ীদের বিপর্যয় হয়েছে। মতলববাজ প্রচারণা ও অজ্ঞতার কারণে এটা হয়েছে। যারা লিখেছেন তারা কি দায় স্বীকার করবেন?
তিনি বলেন, আমাদের একটা দোষ আছে, চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌঁড়াই। কানে হাত দিয়ে দেখি না।
মাটির উপযোগী আমের জাতের বিস্তারে আমরা সহায়তা করবো। শুধু চাপাই নবাবগঞ্জের আম দিয়ে হবে না। একটা এলাকার আম দিয়ে পুরো বাংলাদেশের চাহিদা পূরণ হবে না। সেজন্য ১৬ কোটি মানুষের জন্য ১৬ কোটি আমের পরিকল্পনা নিয়ে এগুতে হবে।
চাপাই নবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন, এসিআই’র নির্বাহী পরিচালক এফ এইচ আনসারী, কৃষি বিশেষজ্ঞ এ জেড এম মমতাজুল করিম, ড. শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসইউজে/এসইউ