ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেহেরপুর পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
মেহেরপুর পৌরসভার বাজেট ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর পৌরসভার ৭১ কোটি ৪০ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।

বাজেট পূর্ব আলোচনায় তিনি বলেন, মেহেরপুর পৌরসভার নাগরিকদের সেবার মান বাড়াতে পৌর এলাকায় রাস্তাঘাট, ড্রেন, বৈদ্যুতিক সংযোগসহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন কাজ করতে হবে। এ সব সমস্যার সমাধান করে পৌর নাগরিক সেবার মান বাড়াতে হবে।

তিনি বলেন, নাগরিকরা যেমন সেবা পেতে চান তেমনি সেবা পাওয়ার জন্য নাগরিকদের ঠিকমত পৌরকর পরিশোধ করতে হবে।

পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা আশকার আলী ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া।

এ সময় আরো বক্তব্য রাখেন- জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটির অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন, ইউজিআইআইপি-৩ এর প্রকল্পের আঞ্চলিক পরিচালক সোরওয়ার্দী, পৌর কাউন্সিলর আল মামুন ও সৈয়দ মঞ্জুরুল কবির রিপন প্রমুখ।

সভাপতির বক্তব্য পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু পৌরসভার বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন, পৌরসভার তত্ত্বাবধানে বিদ্যুৎ কার্যালয়ের পাশের জমিতে মার্কেট নির্মাণ করা হবে।

এছাড়া মেহেরপুর পশুহাটে শিশুপার্ক নির্মাণের বিষয়ে তিনি বলেন, যাদের সঙ্গে চুক্তি হয়েছে, তারা যদি দ্রুত পার্কটি নির্মাণ না করে দেন তবে পৌরসভার অর্থ দিয়ে শিশুপার্কটি নির্মাণ করা হবে।

আলোচনা শেষে পৌর মেয়রের সম্মতি নিয়ে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৭১ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ২২৫ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌরসভার হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।

যেখানে দাতা গোষ্ঠীর কাছে বিভিন্ন প্রকল্প বাবদ আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৫৮ হাজার ৪৬৮ টাকা। পৌরসভার নিজস্ব রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ৮ কোটি ৭ লাখ ৬৪ হাজার ৫৪৬ টাকা। একই খাত থেকে ২০১৩-১৪ অর্থ বছরে পৌরসভা প্রকল্প থেকে প্রায় ১৭ কোটি ২৬ লাখ ৮ হাজার ৬৪৭ টাকা ও মেহেরপুর পৌরসভা পেয়েছিলো ১৬ কোটি ৯ লাখ ৬১ হাজার ২১০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।