ঢাকা: এসিআই এগ্রিবিজনেস’র প্রতিটি পণ্যের’ই রয়েছে শতভাগ গুনগত মান। ফলে এ প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করে উৎপাদন বাড়ছে কৃষকের।
শনিবার (৩০ মে) দুপুরে ৫ম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় এসিআই এগ্রিবিজনেস’র স্টলে গিয়ে জানা গেলো এসব তথ্য।
পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং লিমাবা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের আয়োজনে তিনদিনব্যাপী এ মেলা চলছে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে।
এসিআই এগ্রিবিজনেস’র প্রোডাক্ট ডেভেলপমেন্ট সার্ভিস ম্যানেজার ড. আকতার হোসেন বাংলানিউজকে জানান, শুধু কৃষি উপকরণ উৎপাদন আর বিক্রি নয় নিজস্ব গবেষণার মাধ্যমে কৃষি-বান্ধব পণ্যও তৈরি করছে এসিআই এগ্রিবিজনেস। ইতিমধ্যে কয়েকটি গবেষণার ফল মাঠ পর্যায়ের কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
স্টল সূত্র জানায়, প্রায় দুই শতাধিক কৃষি পণ্য বাজারজাত করছে এসিআই এগ্রিবিজনেস। এর মধ্যে বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি, গবাদিপশু-পাখির ওষুধ রয়েছে। এছাড়াও তাদের রয়েছে আধুনিক ল্যাব। যেখানে পণ্য বাজারজাত করার আগে পণ্যের বিশুদ্ধতা ও গুনগতমান পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে এসিআই গ্রীষ্মকালীন লাউ, ফুলকপি, বাধাকপি, ফ্লোরা, পল্লী জৈব ও জিপ সার, সোনালীকা ট্রাক্টর, রিপার, বুল পাওয়ার টিলার ইত্যাদি। নতুন পণ্য হলো সিড ট্রিটমেন্ট টেকনোলজি।
মাঠ থেকে বিভিন্ন পণ্য ক্রয় করে কৃষকদের উৎপাদিত পণ্যের দাম নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এসিআই এগ্রিবিজনেস। বেসরকারিভাবে একমাত্র বীজ শোধন কার্যক্রম চালু করেছে এ প্রতিষ্ঠানটি। বীজের গুনগত মান নিশ্চিত করতে তারা নিজস্ব উৎপাদনকেন্দ্র, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও সংরক্ষণাগার গড়ে তুলেছে।
স্টল সংশ্লিষ্টরা জানান, রাজধানীতে মেলা হওয়ায় কৃষকরা অংশগ্রহণ করতে পারছেন না। কিন্তু কৃষি বিষয়ে নীতি নির্ধারকরা ঠিকই মেলায় আসছেন।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
একে/এসইউ
** কৃষিতেও আরএফএল’র পণ্যের সমাহার
** রহিমআফরোজ’র ৩৬০ ডিগ্রি এ্যাগ্রো সলিউশন