ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নতুন কমিটি দায়িত্ব নেবে রোববার। এদিন বেলা ১১টায় কাজী আকরাম উদ্দীন আহমেদের নেতৃত্বাধীন সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ নব নির্বাচিত পর্ষদের কাছে দায়িত্বভার অর্পণ করবেন।
শনিবার বিকেলে সংগঠনটির মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।
নতুন পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন। আর সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বে থাকা মাহাবুবুল আলম। তাঁরা ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২৩ মে (শনিবার) ঢাকায় মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ সাল মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের উন্নয়ন পরিষদ প্যানেল জয় পায়। পরিচালক পদের ৩২ টির মধ্যে ২৫ টিতেই এই প্যানেল জয়ী হয়।
উন্নয়ন পরিষদ প্যানেল থেকে চেম্বার গ্রুপের ১২ জন নির্বাচিত হয়েছেন। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৩ জন নির্বাচিত হন। পর্ষদে চেম্বার ও অ্যাসোসিয়েশন দুই গ্রুপ থেকে ১৬টি করে পরিচালক পদ রয়েছে।
চেম্বার গ্রুপে এফবিসিসিআইয়ের বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে তিনিসহ ৪জন নির্বাচিত হয়েছেন। এই পরিষদের অ্যাসোসিয়েশন গ্রুপের কোনো প্যানেল ছিল না।
সৈয়দ মোয়াজ্জেম হোসাইন ও শাফকাত হায়দার ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে অ্যাসোসিয়েশন গ্রুপের তিনজন পরিচালক নির্বাচিত হন। এই পরিষদ থেকে চেম্বার গ্রুপের কোনো প্যানেল ঘোষণা করা হয়নি।
অ্যাসোসিয়েশন গ্রুপে নির্বাচিত পরিচালক: হেলালউদ্দিন, নিজামউদ্দিন, হারুন অর রশিদ, শামীম আহসান, আবু মোতালেব, হাবিবুল্লাহ ডন, কে এম আখতারুজ্জামান, এম শোয়েব চৌধুরী, মুনতাকিন আশরাফ, এস এম জাহাঙ্গীর হোসেন, আবু নাসের, আমিন হেলালী, শফিকুল ইসলাম ভরসা, আবুল আয়েস খান, খন্দকার রুহুল আমিন ও শাফকাত হায়দার চৌধুরী,
চেম্বার গ্রুপে নির্বাচিত পরিচালক: আমিনুল হক শামীম, দিলীপ কুমার আগারওয়াল, গাজী গোলাম আশরিয়া, শেখ ফজলে ফাহিম, নিজামউদ্দিন, প্রবীর কুমার সাহা, নুরুল হুদা, হাসিনা নেওয়াজ, নাগিবুল ইসলাম, বজলুর রহমান, আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম, মনোয়ারা হাকিম আলী, মাসুদ পারভেজ খান ইমরান ও তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এনএস/