ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেষ হলো কৃষি প্রযুক্তি মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
শেষ হলো কৃষি প্রযুক্তি মেলা ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রযুক্তির ছোঁয়ায় কৃষি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জমির পরিচর্যা থেকে শুরু করে ফসল মাড়াই, বাজারে বিক্রি সবখানেই প্রযুক্তির ছোঁয়া।

এতে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট সবাই খুশি। আর এটি সম্ভব হয়েছে কৃষিতে প্রযুক্তির উন্নয়নে।
 
তিনদিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় এমনই আভাস পাওয়া গেলো। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধারায় গত বৃহস্পতিবার (২৮ মে) শুরু হয় এ মেলা।
 
শনিবার (৩০ মে) বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা আনুষ্ঠানিকভাবে এ মেলার সমাপনী ঘোষণা করেন।

মেলার শেষদিন শনিবার ঘুরে দেখা যায়, দেশ-বিদেশের বিভিন্ন নামী-দামি প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান নানা পণ্য নিয়ে হাজির হয়েছে মেলায়। স্টলের কর্মীরা দর্শনার্থীদের বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দিচ্ছেন। অনেকেই পণ্য কেনার জন্য বুকিং দিচ্ছেন।
 
চালকল মালিকদের জন্য রয়েছে উন্নত মানের চাল কল মেশিন। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এসব মেশিনের সঙ্গে পরিচিত হচ্ছেন।

ঈশ্বরদী থেকে আসা ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, মেলায় এক সঙ্গে অনেক মেশিন দেখার সুযোগ হলো। কোন মেশিনের কী গুণাবলী ও দাম, তাও জানা হলো। ব্যবসার জন্য এটি খুবই ইতিবাচক।

বীজ, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ পণ্যেও চোখে পড়ার মতো ছিল। এছাড়া চাষীদের জন্য সেচ ব্যবস্থাপনা নিয়ে বেশ ভালো আয়োজন ছিল মেলায়।
 
বিভিন্ন সেচ পাম্প ও সৌর বিদ্যুতের স্টল ছিল মেলায়। স্টলগুলোর পক্ষ থেকে জানানো হয়, সাশ্রয়ী ও যুগপোযোগী সৌর বিদ্যুতের সেচ পাম্প এগুলো। কৃষকরা খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন।
 
তবে প্রচার আর আয়োজকদের অসহযোগিতার কারণে আশানুরূপ দর্শনার্থী আসেননি বলে অনেক স্টলের কর্মীরা অভিযোগ করেন।
 
পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া ও লিমাবা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এ মেলার আয়োজনে ছিল।

তারা জানায়, মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, চীন, জার্মানি, কোরিয়া, তুরস্ক, স্পেন, জাপান, তাইওয়ান, ইতালি, কানাডাসহ ১৪টি দেশের শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়।
 
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৫
একে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।