ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাসিকের বাজেট ৩৩৩ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
রাসিকের বাজেট ৩৩৩ কোটি টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৩শ’ ৩৩ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ৭১২ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে রাসিকের বিশেষ সাধারণ সভায় আয় ও ব্যয়ের হিসাব সমপরিমাণ রেখে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কাজী আমিরুল করিম বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী সিটি করপোরেশনের ২০১৪-২০১৫ অর্থ বছরে সংশোধিত বাজেট ও ২০১৫-২০১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা ও অনুমোদনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা রোববার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সিটি করপোরেশন আইন-২০০৯ এর ৪৯/১২ ধারা অনুযায়ী মেয়র ও প্যানেল মেয়রদের অনুপস্থিতিতে অর্থ স্থায়ী কমিটির সভাপতির প্রস্তাব ও কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন সভায় সভাপতিত্ব করেন।

সভায় কাউন্সিলর নিযাম উল আযীম, মনসুর রহমান, বেলাল আহমেদ, আব্দুস সামাদ, মো. টুটুল, আবদুস সোবহান (লিটন), শাজাহান আলী, নূর মোহাম্মদ মোল্লা, মাহবুব সাঈদ টুকু, হাবিবর রহমান, সোহরাব হোসেন শেখ, এসএম মাহবুবুল হক পাভেল, আব্বাস আলী সরদার, ইকবাল হোসেন দিলদার, আশরাফুল হাসান বাচ্চু, বিলকিস বানু, মুসলিমা বেগম বেলী, প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সচিব সৈয়দা জেবিন নিছা সুলতানা, প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও প্রধান রাজস্ব কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ২০নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক হোসেন রতন সভায় ২০১৪-২০১৫ প্রস্তাবিত বাজেট অর্থ বছরের সংশোধিত ও ২০১৫-২০১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

উপস্থাপিত বাজেট বিস্তারিত আলোচনায় ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ৩২৮ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ২৫১ টাকা সংশোধিত হয়ে ২৩৯ কোটি ৯১ লাখ ৪৮ হাজার ৮৭৯ টাকা এবং ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ৩৩৩ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ৭১২ টাকা অনুমোদিত হয়।

প্রস্তাবিত বাজেটে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মজুরি ১৭.৫ ভাগ বৃদ্ধি, হোল্ডিং করের সমন্বয় সাধন, নির্বাচিত কাউন্সিলরদের দায়িত্ব ও নাগরিকদের কর্তব্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির আয়োজন, মহানগরীকে আরও সবুজময় মোহনীয়করণের জন্য বৃক্ষরোপণ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিশ্চিতকরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম সুনিশ্চিতকরণের জন্য বাজেটে অর্থ বরাদ্দের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।