ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেপালের জন্য ব্যাংকিং পরিবারের অর্থ হস্তান্তর বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুন ১, ২০১৫
নেপালের জন্য ব্যাংকিং পরিবারের অর্থ হস্তান্তর বিকেলে

ঢাকা: ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জন্য ব্যাংকিং পরিবারের পক্ষ থেকে অর্থ হস্তান্তর করবে বাংলাদেশ ব্যাংক।
 
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠার হাতে চেক-পে-অর্ডার তুলে দেবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।


 
সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হবে।  
 
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, এজন্য দেশে কর্মরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে।
 
সহায়তা দিতে আগ্রহী ব্যাংকগুলোকে অর্থের চেক বা পে-অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এসই/এসএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।