ঢাকা: জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) এর মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন ২০১৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই সংশোধনীর ফলে বিদ্যমান প্রাপ্তির ক্ষেত্র ছাড়াও অন্যান্য দেশের সরকারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা যাবে।
জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল-এর খসড়ারও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। এর ফলে ঝুঁকিপূর্ণ যেকোনো বয়েসের মানুষকে সামাজিত নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হবে এবং প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। সাধারণ মানুষের চেয়ে প্রতিবন্ধীরা বেশি সুযোগ-সুবিধা পাবে।
এছাড়াও ভারতের সঙ্গে তিনটি চুক্তির খসড়া ও দুটি প্রটোকলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মো. মোশাররাফ হোসেন ভূইঞা ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমআইএস/এমজেএফ