ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য গত ৩০ মে চট্টগ্রামে আয়োজন করা হয় 'প্রিভেনশন অব মানি লন্ডারিং ও কমবেটিং টেরোরিস্ট ফাইন্যান্সিং' শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি। ওয়ান ব্যাংক কর্তৃক আয়োজিত এ ধারাবাহিক কর্মসূচিতে ব্যাংকের চট্টগ্রাম জোনের ১৯টি শাখার সবশ্রেণির ৩২০ জনের অধিক কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের জেনারেল ম্যানেজার(ভারপ্রাপ্ত) রেহেনা বেগম এবং ওয়ান ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার এবং চিফ এন্টিমানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার জোহরা বিবি।
ট্রেনিং প্রোগ্রামে বিএফআইইউ মাস্টার সার্কুলার নং-১০ এবং Mutual Evaluation of Bangladesh by APG on AML & CFT activities- এর ওপর বিশদ আলোচনা ও বর্তমান প্রেক্ষাপটে মানি লন্ডারিংয়ের বিভিন্ন পর্যায়, ধরন, কৌশল এবং সম্ভাব্য প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়।
প্রশিক্ষণার্থীদের দৈনন্দিন লেনদেন পর্যালোচনা, নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেওয়াইসি ও টিপি ফর্মপূরণ, সিটিআর ও এসটিআর প্রণয়ন এবং অন্যান্য ডকুমেন্ট ও তথ্যাদি সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও কুশলী হওয়ার পরামর্শ দেয়া হয়। ওই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের জয়েন্ট ডিরেক্টর অসীম কুমার চৌধুরী, ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেইনিং এসএম হাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এনএস/