ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উপলক্ষ রমজান

খোলা ট্রাকে কম দামে পাঁচ পণ্য বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুন ৪, ২০১৫
খোলা ট্রাকে কম দামে পাঁচ পণ্য বিক্রি শুরু

ঢাকা: রমজানকে সামনে রেখে খোলা ট্রাকের মাধ্যমে কম দামে সয়াবিন তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর বিক্রি শুরু করেছে সরকার।  
বৃহস্পতিবার (৪ জুন) সকাল নয়টা থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ কার্যক্রম শুরু করে।



টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, টিসিবির পক্ষ থেকে প্রতিটি ট্রাকে একজন করে কর্মকর্তা রয়েছেন যারা এগুলো দেখভাল করবেন। সকাল নয়টা থেকে বিক্রি শেষ না হওয়া পর্যন্ত এসব পণ্য বিক্রি হবে।

টিসিবি জানায়, প্রতিকেজি মসুর ডাল ১০৩ টাকা, চিনি ৩৭ টাকা, খেজুর ৮০ টাকা, ছোলা ৫৩ টাকা ও সয়াবিন ৮৯ টাকা দামে ক্রেতারা কিনতে পারবেন। সারাদেশে ১৭৪টি ট্রাকের মাধ্যেমে এসব পণ্য বিক্রি করা হবে।

এর মধ্যে রাজধানী ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১০টি, ঢাকা ছাড়া প্রতিটি সিটি করপোরেশনে ৫টি এবং জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। এছাড়াও ৯টি খুচরা বিক্রয় কেন্দ্রেও ক্রেতারা কিনতে পারবেন।

টিসিবি সূত্র আরও জানায়, খোলা বাজারে বিক্রি হওয়া এসব পণ্যের মধ্যে প্রত্যেক ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল (পেট বোতল), ২ কেজি মসুর ডাল, ৩ কেজি ছোলা এবং ২ কেজি খেজুর কিনতে পারবেন।

প্রতি ট্রাকের জন্য বরাদ্দ রয়েছে চিনি ৪০০ থেকে ৫০০ কেজি, সয়াবিন তেল ২০০ থেকে ৪০০ লিটার, মসুর ডাল ১৫০ থেকে ২০০ কেজি, ছোলা ৩০০ থেকে ৫০০ কেজি, খেজুর ৫০ কেজি।

তিন কিস্তিতে এসব পণ্য বিক্রি হবে। এরমধ্য চলতি সপ্তাহে প্রথম কিস্তি, এরপর রোজার শুরুতে দ্বিতীয় এবং রোজার মাঝামাঝি সময়ে তৃতীয় কিস্তিতে বিক্রি হবে। তবে প্রয়োজনে রমজানের শেষভাগে আরেক কিস্তিতে পণ্য বিক্রি হওয়ার সম্ভবনা রয়েছে। সারা দেশের তিন হাজার ৫৪ জন ডিলার এসব পণ্য বিক্রি করবেন।

রাজধানীর যেসব এলাকায় টিসিবির পণ্য পাওয়া যাবে: জাতীয প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের গেট, কাপ্তান বাজার,  শাপলা চত্বর, মতিঝিল,  ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার,  বাসাবো বাজার, শেওড়াপাড়া,  ছাপড়া মসজিদ ও পলাশী বাজার  মিরপুর-১২ নম্বর, খামার বাড়ী, ফার্মগেট, কলমিলতা সুপার মার্কেট, তেজকুনি পাড়া, মহাখালী কাঁচাবাজার, রামপুরা, মালিবাগ বাজার, আগারগাঁও বাজার, মুক্তিযোদ্ধা মার্কেট মিরপুর-১,  কচুখেত বাজার,  মোহাম্মদপুর টাউনহল ও ঝিগাতলা কাঁচা বাজার,  মিরপুর-১০ গোলচত্বর, আব্দুল্লাহপুর বাজার, উত্তরা, গোপীবাগ কমিউনিটি সেন্টার, কালশী বাজার মোড় ও গোলাপশাহ মাজার এলাকায়।

পণ্য বিক্রয় সংক্রান্ত তথ্যের জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন, ০২-৫৫০১৩৪৭৭ ও ০১৭৮৬২৭১৩০০ নম্বরে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘন্টা, জুন ৪, ২০১৫
একে/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।