ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪০০ পয়েন্ট থেকে প্রতিক্রিয়া জানাবেন ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ৪, ২০১৫
৪০০ পয়েন্ট থেকে প্রতিক্রিয়া জানাবেন ব্যবসায়ীরা

ঢাকা: দেশের মোট ৪০০টি পয়েন্ট থেকে ব্যবসায়ীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের বাজেট প্রতিক্রিয়া জানাবেন। সে লক্ষ্যে আগ্রহভরে চলমান বাজেট শুনছেন তারা।



বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ৩টায় এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ এ কথা জানান। ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে সেখানে এসেছেন মাতলুব আহমাদসহ এফবিসিসিআই নেতারা।

মাতলুব আহমাদ বলেন, দেশের ৪০০ পয়েন্ট থেকে আমরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে বাজেট প্রতিক্রিয়া পাবো। আমরা চাই বাজেট যেন শিল্পবান্ধব হয়। ব্যাংক ঋণের সুদের হার যেন ৯ শতাংশ নামিয়ে আনা হয়, সে বিষয়েও সরকারের বিবেচনা কামনা করছি।

এর আগে, বাজেট পেশকে সামনে রেখে দুপুর পৌনে ৩টায় এফবিসিসিআই’র সম্মেলনকক্ষে এসে পৌঁছেন মাতলুব আহমাদ। প্রতিক্রিয়ার সার্বিক বিষয়াদি তিনিই তদারকি করছেন। বাজেট পর্যালোচনায় এফবিসিসিআইয়ে এসেছেন বিশ্লেষকরাও। এদের মধ্যে রয়েছেন- হুমায়ুন কবীর, আবদুল হক, বিজিএমইএ‘র সাবেক সভাপতি ও এফবিসিআই’র প্রথম সহ-সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনসহ প্রমুখ।

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনা উপস্থাপন দেখার জন্য সম্মেলনকক্ষে লাগানো হয়েছে দু’টি বড় পর্দা। অন্যদের সঙ্গে এফবিসিসিআই’র সদস্যরাও আগ্রহের সঙ্গে বাজেট বক্তব্য শুনছেন।

দুপুর সাড়ে ৩টা থেকে জাতীয় সংসদে নবমবারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট পেশের সংখ্যার দিক দিয়ে বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড এবং বাজেটের আকারের দিক দিয়ে সর্বোচ্চ বাজেট এটি। দেশ স্বাধীনের পর এটি ৪৪তম বাজেট।

জাতীয় সংসদে ১২টি বাজেট দিয়ে প্রথম স্থানে রয়েছেন বিএনপি আমলের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান। তৃতীয় সর্বোচ্চ বাজেট সাতটি দিয়েছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এসএএমএস কিবরিয়া।

দেশ স্বাধীনের পর প্রথম বাজেট দেন তাজউদ্দিন আহমেদ। সেবার (১৯৭২-৭৩ অর্থবছর) প্রথম বাজেটের আকার ছিলো মাত্র ৭৮৬ কোটি টাকা।   সেখান থেকে কয়েকশ’ গুণ বাড়িয়ে নতুন অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। যা নিজের দেওয়া প্রথম বাজেটের চেয়েও কয়েকশ’ গুণ বড় আকারের বাজেট।

সামরিক শাসক এইচএম এরশাদের আমলে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রথম বাজেট পেশ করেন। সেই বাজেটের আকার ছিলো (১৯৮২-৮৩ অর্থবছর) ৪ হাজার ৭৩৮ কোটি টাকা।

আর নতুন অর্থবছরের (২০১৫-১৬)  ২ লাখ ৯৭ হাজার ১০০ কোটি টাকার বাজেট দিচ্ছেন তিনি। গত অর্থবছরে (২০১৪-১৫) বাজেট ছিল ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।   তবে প্রস্তাবিত বাজেটর আকার কিছুটা কমতে বা বাড়তে পারে।

সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী বাজেট অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা করছেন।

বাংলাশে সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
ইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।