ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ৭, ২০১৫
ন্যাশনাল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় কর্মরত নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ জুন) ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল হামীদ সোহাগের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের বিভিন্ন অঞ্চলের ২৬ শাখার পরিপালন ইউনিটের ৭১জন নির্বাহী ও কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।