ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় কর্মরত নির্বাহী ও কর্মকর্তাদের জন্য ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৭ জুন) ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল হামীদ সোহাগের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের বিভিন্ন অঞ্চলের ২৬ শাখার পরিপালন ইউনিটের ৭১জন নির্বাহী ও কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
পিআর/এমএ