ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লন্ডনে স্টেশনারি পণ্যের মেলায় গুডলাক পণ্য

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ৭, ২০১৫
লন্ডনে স্টেশনারি পণ্যের মেলায় গুডলাক পণ্য ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আরএফএল এর স্টেশনারি ব্র্যান্ড গুডলাক এর পণ্য প্রদর্শিত হলো লন্ডনে অনুষ্ঠিত স্টেশনারি পণ্য মেলায়।

সম্প্রতি লন্ডনের বিজনেস সেন্টারে অনুষ্ঠিত ২দিন ব্যাপী এ মেলায় বিভিন্ন দেশের ১৩৬টি প্রতিষ্ঠান অংশ নেয়।



গুডলাকের কলম, পেনসিল, শার্পনার, ইরেজার, মার্কার, বিভিন্ন ধরনের ফাইল ও ফোল্ডারসহ নানান স্টেশনারি পণ্য এ মেলায় প্রদর্শণ করা হয় বলে জানান, আরএফএল এর হেড অফ মার্কেটিং আল্লামা মুর্শিদ মুনিম।         
 
তিনি জানান, মেলায় আগত দর্শণার্থীরা গুডলাকের স্টল পরিদর্শন করেন এবং এর পণ্যের প্রশংসাও করেন। প্রতিবছর এ স্টেশনারি পণ্যের মেলা লন্ডনে অনুষ্ঠিত হয়। আরএফএল এ বছরে প্রথমবারের মতো এ মেলায় অংশগ্রহণ করে।

দেশের শিক্ষার্থী ও অফিস-আদালত সবজায়গায় গুডলাকের পণ্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এএসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।