ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিডিপির প্রবৃদ্ধি ৬.৩ শতাংশের অধিক নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
জিডিপির প্রবৃদ্ধি ৬.৩ শতাংশের অধিক নয়

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

তবে দেশের রাজনৈতিক পরিবেশের কারণে  ৬ দশমিক ৩ উপরে জিডিপি প্রবৃদ্ধি হবে না বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক।


 
প্রস্তাবিত বাজেট ঘোষণার মাত্র ৯ দিন পরেই জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এমন নেতিবাচক পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংকের প্রকাশনা ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’। বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে তাদের ওয়েব সাইডে এই তথ্য প্রকাশিত হয়।
 
এই বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের  জনসংযোগ কর্মকর্তা মেহরিন-ই-মাহবুব বাংলানিউজকে বলেন, প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ। এমন তথ্যই বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’  পূর্বাভাস দিয়েছে।
 
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চলতি অর্থবছরে ৬ দশমিক ৫১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করেছে। এর পরে আগামী   অর্থবছরে জিডিপি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ।
 
জিডিপি প্রবৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা রাজনৈতিক অস্থিরতায় তিন মাস কাজ করতে পারিনি। তারপরও ৬ দশমিক ৫১ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি। এটা আমাদের জন্য কম অর্জন নয়। তবে প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধি কম প্রজেকশন দেখিয়ে বেশি অর্জন করবো। যাতে করে কেউ বলতে না পারে আমরা জিডিপি’র প্রবৃদ্ধি কম অর্জন করলাম।
 
তবে মন্ত্রীর বক্তব্যে কিছু দিন যেতে না যেতেই জিডিপি’র কম প্রবৃদ্ধি দেখালো  বিশ্বব্যাংক।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এমআইএস/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।