ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাটের ব্যাগ নিতে চায় ঘানা, ওষুধ যাচ্ছে উগান্ডায়

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
পাটের ব্যাগ নিতে চায় ঘানা, ওষুধ যাচ্ছে উগান্ডায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ থেকে পাটের ব্যাগ আমদানি করতে চায় পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। একই সঙ্গে ঢাকায় একটি অনারারি কনস্যুলেট স্থাপনেরও প্রস্তাব দিয়েছে দেশটি।



বুধবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দেশটির নবনিযুক্ত অনাবাসী (দিল্লিতে নিবাস) হাইকমিশনার স্যামুয়েল পেনিইন ইয়ালি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে ঘানার হাইকমিশনার ঢাকায় একটি অনারারী কনস্যুলেট স্থাপনের প্রস্তাব করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী তাকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

হাইকমিশনার ইয়ালি জানান, ঘানা বাংলাদেশ থেকে পাটের ব্যাগ আমদানি করতে বেশ আগ্রহী।

বাংলাদেশ-ঘানার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে একটি বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা সফরের প্রস্তাব করেন পররাষ্ট্র মন্ত্রী।

একই সঙ্গে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট এবং  ওষুধ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ঘানা পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।

এদিকে একই দিন দুপুরে উগান্ডার নতুন অনাবাসী হাইকমিশনার এলিজাবেথ পলা নেপেইয়কও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য উগান্ডার অতি উর্বর মাটিতে কৃষি পণ্য উৎপাদন, কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন এবং তৈরি পোশাকের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ আছে।

বৈঠকে দেশটির অনারারি কনসাল আবুল হোসেইন জানান, বাংলাদেশ ইতোমধ্যে উগান্ডায় ওষুধ ও তৈরি পোশাক রফতানি শুরু করেছে এবং মশারী রফতানির প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশ-উগান্ডার মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে ঢাকায় দু’দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্রস্তাব করলে উগান্ডার হাইকমিশনার তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫/আপডেটেড: ১৭৩১
কেজেড/বিএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।