ঢাকা: শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মধ্যে একশ’ ২০ মিলিয়ন মার্কিন ডলারের (নয়শ’ ৩৬ কোটি টাকা) সহজ শর্তের ঋণচুক্তি সই হয়েছে।
সোমবার (০৮ জুন) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও এডিবির পক্ষে প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকু হিগুচি চুক্তিতে সই করেন।
তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (৩) শীর্ষক কর্মসূচির আওতায় এ ঋণচুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, এ ঋণ পাঁচ বছর রেয়াতি মেয়াদসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার নির্ধারণ করা হয়েছে দুই শতাংশ।
এ কর্মসূচির মাধ্যমে প্রাক প্রাথমিক পর্যায়ে সব শিক্ষার্থীর জন্য কার্যকর ও শিশুবান্ধব শিক্ষা নিশ্চিত করা হবে। সবার জন্য উন্নতমানের শিক্ষা পদ্ধতি নিশ্চিত করা হবে।
প্রাথমিক শিক্ষায় সর্বজনীন অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বৈষম্য দূর করা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এছাড়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এমআইএস/এসএন/জেডএস