ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০১৫-১৬ অর্থবছরের বাজেট আশাব্যঞ্জক ও চ্যালেঞ্জিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ৮, ২০১৫
২০১৫-১৬ অর্থবছরের বাজেট আশাব্যঞ্জক ও চ্যালেঞ্জিং

ঢাকা: সম্প্রতি জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে সাহসী, আশাব্যঞ্জক ও চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

সোমবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'জাতীয় বাজেট ২০১৫-১৬ এর উপর আইবিএফবির প্রতিক্রিয়া' শীর্ষক এক আলোচনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।



প্রতিষ্ঠানটির পেসিডেন্ট হাফিজুর রহমান খান বলেন, ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট নিঃসন্দেহে একটি অত্যন্ত সাহসী, আশাব্যঞ্জক ও চ্যালেঞ্জিং বাজেট।

তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ রূপান্তরিত করার যে স্বপ্ন বর্তমান সরকার লালন করছে তা বাস্তবায়নের জন্য এ ধরনের একটি সময়োপযোগী বাজেটের কোনো বিকল্প নেই। তবে এ ধরনের একটি বিশাল বাজেট বাস্তবায়নের জন্য সরকারের দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি এবং অতীতের ভুল-ভ্রান্তি সংশোধন করে একটি সুষ্ঠু, প্রতিযোগিতাপূর্ণ ও অর্থনীতিবান্ধব পরিবেশ নিশ্চিত করা একান্ত জরুরি।

আলোচন‍া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (ফাইনান্স) হুমায়ুন রশিদ, প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম চৌধুরী, পরিচালক এম এস সিদ্দিকী এবং সাবেক সচিব ও বাংলাদেশ ট্রাফিক কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, চলতি মাসের ৪ জুন জাতীয় সংসদে জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে। বিগত ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিল ২ লাখ ৫০ হাজার ৫'শ ৬ কোটি টাকা। বিগত বছরের তুলনায় এবারের বাজেটের আকার ৪৪ হাজার ৫'শ ৯৪ কোটি টাকা বেশি বৃদ্ধি পেয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এনএইচএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।