ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থনীতির ‘চালক’ এসএমই খাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ৯, ২০১৫
অর্থনীতির ‘চালক’ এসএমই খাত ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী

ঢাকা: এসএমই খাত বাংলাদেশের অর্থনীতিতে ‘ড্রাইভার’র (চালক) কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী।
 
মঙ্গলবার (০৯ জুন) মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) অডিটোরিয়ামে ‘বাংলাদেশের উন্নয়নে এসএমইর অনুপ্রেরণা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।


 
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), বিবিটিএ ও বাংলাদেশ ইন্সপায়ারড প্রোগ্রাম কম্পোন্যান্ট-৩ প্রকল্প যৌথভাবে এর আয়োজন করে।
 
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নপুষ্ট প্রকল্প বাংলাদেশ ইন্সপায়ারড প্রোগ্রাম কম্পোন্যান্ট-৩। সেমিনারে বিআইবিএম ডিজি প্রফেসর ড. তৌফিক আহমেদ চৌধুরী সভাপতিত্ব করেন।
 
সুর চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এ খাতের অবদান সবচেয়ে বেশি। দিনদিন এ খাত এগিয়ে যাচ্ছে। এ খাতে ঝুঁকি কম বলে উদ্যোক্তারা বেশি আগ্রহী।
 
তিনি বলেন, অর্থনীতির অন্য খাতগুলোর চেয়ে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশ অবদান রেখে চলেছে এসএমই। ফলে তৈরি হচ্ছে ভারসাম্য অর্থনীতি।
 
দেশের উন্নয়ন ও মধ্যম আয়ের দেশ তৈরিতে এ খাতের বিকল্প নেই। এ খাতে অর্থায়নে উৎসাহিত ও অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
 
বিভিন্ন মাধ্যমে এসএমই খাতে উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন সুর চৌধুরী।
 
দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) প্রসার ও এ খাতে অর্থায়ন বাড়াতে ব্যাংকারদের আরও ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।
 
সেমিনারে বিবিটিএ ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ ইন্সপায়ারড প্রকল্পের টিম লিডার আলী সাবেত উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।