ঢাকা: ফেসবুক, ওয়েবসাইটসহ তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে পণ্য বিপণন ও প্রচারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ’র (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহম্মেদ।
বুধবার বেলা সাড়ে ১১টায় ‘বিডব্লিউসিসিআই গ্রামীণ ফোন প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড ২০১৪’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে গ্রামীণ ফোনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করে বিডব্লিউসিসিআই।
অনুষ্ঠানের সভাপতি সেলিমা আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির যুগে নারী উদ্যেক্তাদের তথ্য প্রযুক্তির সহায়তা নিতেই হবে। এখন বিনা খরচে ফেসবুকের মাধ্যমে পণ্য বিক্রি, প্রসার ও প্রচারের কাজ করা যায়। এছাড়া ওয়েবসাইট ও অনলাইনের মাধ্যমে পণ্য বিপণনের দরজা উন্মুক্ত রয়েছে।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির সক্ষমতায় এখনো অনেকটাই পিছিয়ে আছি আমরা। তবে সাইবার নিরাপত্তাও দরকার। ওয়েবসাইটের নানা প্রতারণা থেকেও আমাদের সচেতন হতে হবে। এ সময় তিনি পাঁচ হাজার নারীর প্রযুক্তি প্রশিক্ষণের দাবি জানান।
নারীদের উন্নয়নের কথা মুখে বলা হলেও অনেক সময়ে সঠিক মূল্যায়ন হয় না অভিযোগ করে এই নারী উদ্যোক্তা বলেন, মেলায় স্টল নিতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের। গোলটেবিলে, মঞ্চে আমাদের নিয়ে অনেক কথা বলা হয়।
কিন্তু বাস্তবায়ন অনেক সময়ই হয় না।
তিনি বলেন, কথা বলার দিন শেষ। এখন সময় স্বপ্ন বাস্তবায়নের। বঞ্চনা গঞ্জনা আর নয়, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সবশেষে ব্যক্তিগত তথ্য সবাইকে না দেয়ার পাশাপাশি শিশুদেরও তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান দেয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া নারী উদ্যোক্তারা যেন সুযোগ সুবিধা পায় সেদিকেও খেয়াল রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন বলেন, নারীদের কর্মসংস্থানে শুরু থেকেই গ্রামীণ ফোন কাজ করে যাচ্ছে। তাদের জন্য রয়েছে নানা পদক্ষেপ। যোগাযোগের মাধ্যমে হিসেবে ইন্টারনেট অনেক বড় সহায়ক হিসেবে কাজ করছে নারীদের জন্য।
নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি এফবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ অনেকেই।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ১০ জুন, ২০১৫
একে/আরআই