ঢাকা: আগামী দিনগুলোতে যে ১১টি দেশ অর্থনীতিতে এগিয়ে যাবে তার মধ্যে বাংলাদেশও রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার (১০ জুন) দুপুরে ‘বিডব্লিউসিসিআই গ্রামীণফোন প্রোগ্রেসিভ অ্যাওয়ার্ড ২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
রাজধানীর খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে গ্রামীণফোনের পৃষ্টপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই)।
তোফায়েল আহমেদ বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ফলে ব্যবসার দিক দিয়ে নারীরা অনেক এগিয়ে। সংসদ ও নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও অগ্রণী ভূমিকা রাখছে বর্তমান সরকার।
তিনি বলেন, শিক্ষার হারের দিক দিয়ে আমরা ভারত, পাকিস্তানের চেয়ে এগিয়ে। বেড়েছে প্রবৃদ্ধি হার। বিদেশের বিভিন্ন গবেষণায় ওঠে এসেছে, আগামীতে ১১টি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ। তবে আমাদের কিছুটা দৈন্য রয়েছে, আমরা ভালোকে ভালো বলতে দ্বিধাগ্রস্ত হই।
এসময় তিনি মেলায় প্যাভিলিয়ন পেতে নারীদের সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশ বিডব্লিউসিসিআইর সভাপতি সেলিমা আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেন, নারীদের উন্নয়নে সরকারের পাশাপাশি এফবিসিসিআই বিভিন্ন কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নারীরা এখন পিছিয়ে নেই। নিজেদের উদ্যোগে তারা আজ সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে নিজেদের সংগ্রামের সঙ্গে যদি তাদের আমরা সহযোগিতা করতে পারি তাহলে তারা আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইনসহ অনেকেই।
সবশেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নয় নারীকে সম্মাননা পদক দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে বিআইডব্লিউসিসিআইর ওয়েবসাইট উন্মুক্ত করা হয়। এতে নারী উদ্যেক্তরা ব্যবসার ক্ষেত্রে সব ধরনের তথ্য পাবেন। ঠিকানটি হলো: www.bwcci-bd.org
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুন ১০, ২০১৫
একে/এএ