ঢাকা: বাংলাদেশ সরকারের শেয়ারড ডাটা সেন্টারের হোস্টিং সক্ষমতা বৃদ্ধি ও দেশের তথ্য ভাণ্ডার সুরক্ষায় ১ হাজার ১৯৯ কোটি টাকা ঋণ সহায়তা দিতে যাচ্ছে চীন সরকার।
‘ইস্টাবলিশসড অব ফোর টায়ারা ন্যাশনাল ডাটা সেন্টার (ফোরটিসিডি)’ প্রকল্পের আওতায় এই ঋণ দেবে চীন।
প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৫১৭ কোটি ৫৩ লাখ। এর মধ্যে সরকারি খাত থেকে আসবে ৩১৮ কোটি ১৭ লাখ টাকা। বাকি টাকা চীন ঋণ সহায়তা দেবে।
প্রকল্পটি জুলাই ২০১৫ থেকে জুন ২০১৮ সাল নাগাদ গাজীপুরে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
এই প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বাংলানিউজকে বলেন, প্রকল্পের আওতায় নতুন অত্যাধুনিক ডাটা সেন্টার হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিসিসি। এতে হাজার কোটি টাকার উপরে ঋণ দেবে চীন। প্রকল্পের মাধমে ডাকা সেন্টারের হোস্টিং সক্ষমতা বাড়ানোসহ দেশের তথ্য ভাণ্ডার সুরক্ষায় গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’
প্রকল্পের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার এবং তথ্য ভাণ্ডার নিরাপদ রাখা হবে। সরকারের কার্যপ্রণালী কম্পিউটারাইজড করার লক্ষ্যে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি। সরকারি প্রতিষ্ঠানে তথ্যের আদান প্রদান এবং জনগণের সেবার মানোন্নয়ন করা হবে।
দেশে সরকার থেকে নাগরিক(জিটুসি) সরকার থেকে সরকার (জি-টু-জি) ও ও বিজনেস টু বিজনেস (বি-টু-বি) খাতে সেবাদানে সহায়তা করবে।
অন্যদিকে নিরবচ্ছিন্ন ক্লাউড সার্ভিসের জন্য ডাটা সেন্টার, নেয়ার ডাটা রিকোভারি সেন্টার ও রিমোট ডাটা স্টোর স্থাপন করা হবে।
প্রকল্পের মূল কাযর্ক্রম: কালিয়াকৈর হাইটেক পার্কের চার নং ব্লকে সাত একর জায়গায় ফোর টিআইইআর ডাটা সেন্টার স্থাপন করা হবে, আইসিটি জনভিত্ত্বিক ই-গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন এবং আইসিটি অবকাঠামো সম্পর্কিত বাস্তব জ্ঞন অর্জন এবং দক্ষ জনবল নিয়োগ দেয়া হবে।
বিভিন্ন প্রকার মেশিনারিজ, কম্পিউটার ও এক্সেসরিজ, সফটওয়্যার ও অফিস ইক্যুইপমেন্ট কেনা হবে। চারটি যানবাহন কেনাসহ ৬৭ জন নতুন জনবল নিয়োগ দেয়া হবে।
সরকারের চাহিদার তুলনায় দেশের ডাটা সেন্টারের সক্ষমতা অপ্রতুল। এছাড়া বর্তমান সরকারের ভিশন-২১ এর মূল লক্ষ্য সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেয়া। এই লক্ষ্যে জনপ্রশাসনে আইসিটি সিস্টেমের কাজের দক্ষতা আরও বাড়ানো হবে।
বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও বিদ্যুৎ বিভাগে ডাটা ব্যবহার বৃদ্ধি পেয়েছে। সেই লক্ষকে সামনে রেখেও নতুন ডাটা সেন্টার স্থাপন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এমআইএস/এনএস