ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক শিল্পের উৎসে কর প্রায় আড়াই গুণ বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে। চলতি বাজেটে দশমিক ৩০ শতাংশ উৎসে কর ছিল।
শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর হোটেল লেকশোরে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬ পর্যালোচনা’ শীর্ষক সংলাপে তিনি এ দাবি জানান।
আতিকুল ইসলাম বলেন, তৈরি পোশাক শিল্পে উৎসে কর আগে যেটা ছিল সেটাই যেন রাখা হয়। এমনিতেই পোশাক শিল্পে নানা খাতে কর দিতে হয়। দশমিক ৩ ভাগ থেকে ১ ভাগ উৎসে কর বাড়ানো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। পোশাক শিল্প কারোর একার সম্পদ নয়, এটা দেশের জনগণের সম্পদ। সেই হিসেবে কেন যে পোশাক খাতে বাজেটে কর বাড়লো তা আমাদের বোধগম্য নয়।
ব্যবসায়ীদের ওপর করের বোঝা না বাড়িয়ে করের আওতা বৃদ্ধির প্রস্তাব করে বিজিএমইএ সভাপতি।
তিনি আরও বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের পোশাক খাতের প্রশংসা করেছেন। তাই সরকারের উচিত এই খাতকে অধিক গুরুত্ব দেওয়া। তাই করের হার বাড়ালে এই খাত অনেক ক্ষতির সম্মুখীন হবে। আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখছি ব্যাংক, বিমার চাপে অনেক পোশাক কারখানা বিপযর্স্ত হয়ে পড়েছে।
এ সময় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এমআইএস/এমজেএফ