ঢাকা: বর্তমান আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বেশ কিছু নীতির সমালোচনা করে সেগুলোকে টেকসই প্রবৃদ্ধির জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) এর গভর্নর রঘুরাম রাজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সার্ক অঞ্চলের দেশ সমূহের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও আর্থিক খাতের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনারে ‘গোয়িং বাস্ট ফর গ্রোথ: পলিসিস আফটার দি গ্লোবাল ফিন্যান্সিয়াল ক্রাইসিস’ শীর্ষক এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বক্তৃতায় এসব নীতি কেন অকার্যকর তা ব্যাখ্যা করে এবং এর ফলে সৃষ্ট হুমকি থেকে রক্ষা পেতে নতুন নীতি গ্রহণের ওপরও আলোকপাত করেন তিনি।
এছাড়া ভবিষ্যতের আর্থিক সঙ্কটের বিষয়ে আলোকপাত করে পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
রঘুরাম রাজন বলেন, এর মাধ্যমে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলো তাদের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে সমর্থ হবে। এছাড়া পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোতে শক্তিশালী আর্থিক সুরক্ষা জাল তৈরির পাশাপাশি মুক্ত বাণিজ্য উৎসাহিতকরণ এবং নাগরিকদের মধ্যে বিশ্ব নাগরিকত্বের বোধ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
গত বছরের ৪ সেপ্টেম্বর ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন রঘুনাথ রাজন। তার আগে ইউনিভার্সিটি অব শিকাগোতে শিক্ষকতা করতেন তিনি।
২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত তিনি আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ প্রধান অর্থনীতিবিদ এবং গবেষণা খাতের পরিচালকের দায়িত্ব পালন করেন।
লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেপালের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চিরঞ্জিবী নেপাল।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জুন ১১, ২০১৫
আরআই