ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সপ্তাহের বাজারদর

নিত্যপ্রয়োজনীয় পণ্যে স্বস্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, জুন ১২, ২০১৫
নিত্যপ্রয়োজনীয় পণ্যে স্বস্তি ফাইল ফটো

ঢাকা: কাঁচাবাজারে স্বস্তি নেমে এসেছে। প্রায় প্রতিটি পণ্যের দামই হাতের নাগালে থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই ক্রেতারা ব্যাগ ভর্তি বাজার করে বাড়ি ফিরছেন।

তবে গত দুই সপ্তাহ ধরে ছোলা ও ডালের দাম বাড়লেও এখনো তা কমেনি।

চলতি সপ্তাহের গত চারদিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের বাজার দর বিশ্লেষণ করে এ তথ্য ওঠে এসেছে।
বনানী থেকে কাঁচা বাজার করে বাড়ি ফিরছিলেন আবদুর রহিম। তিনি জানান, গত দুই তিন ধরে পণ্যের দাম কিছুটা কম। রোজার আগে বাজার এরকম কম থাকলে খুবই ভালো।
 
রাজধানীর বিভিন্ন বাজার দরের চিত্র বাংলানিউজের পাঠকের কাছে তুলে ধরা হলো।

রাজধানীর মহাখালী, বনানী, নিউমার্কেট, মিরপুর এক নম্বর কাঁচাবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি সরু চাল (নাজিরশাইল) ৪৬ থেকে ৫২ টাকা, (মিনিকেট) ৪২ থেকে ৪৬ টাকা, মাঝারি চাল (পারিজা, হাসকি, বিআর-২৮) ৩৪ থেকে ৩৮ টাকা, মোটা চাল (গুটি, স্বর্ণা) ৩০ থেকে ৩২ টাকা, সুগন্ধি চাল (কালিজিরা, চিনিগুড়া) ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
 
আর কেজিপ্রতি আটা (খোলা সাদা) ২৮ থেকে ৩০ টাকা, ময়দা (খোলা ও সাদা) ৩২ থেকে ৩৪ টাকা, আটা (পলিপ্যাক) ৩৩ থেকে ৩৫ টাকা, ময়দা (পলিপ্যাক) ৪০ থেকে ৪৩ টাকায় বিক্রি হয়েছে।
 
ডাল ও ছোলার বাজার: কেজিপ্রতি মসুরের ডাল (দেশি/বিদেশি উন্নত) ১১৫ থেকে ১২০ টাকা, দেশি (সাধারণ) ১১০ থেকে ১১২ টাকা, বিদেশি (সাধারণ) ৯০ থেকে ৯৫ টাকা, মুগের ডাল (সরু) ১১৫ থেকে ১২০ টাকা, মোটা ৯৫ থেকে ১০০ টাকা, ছোলা (বিদেশী আস্ত) ৭০ থেকে ৭৫ টাকা, খেসারী ৫৫ থেকে ৬০ টাকা, মাশ ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এসব পণ্যের গত দুই সপ্তাহ ধরে দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।  
 
মসলার বাজার: কেজিপ্রতি দেশি পিঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকা, আমদানিকৃত ৩২ থেকে ৩৫ টাকা, রসুন (দেশি) ৬০ থেকে ৭৫ টাকা, আমদানিকৃত ৯০ থেকে ১০০ টাকা, শুকনামরিচ (দেশি) ১৩৫ থেকে ১৪৫ টাকা, আদা (চায়না) ১৩০ থেকে ১৪৫ টাকা, ভারত ১১০ থেকে ১২০ টাকা, হলুদ (দেশি লম্বা) ১৮০ থেকে ২০০ টাকা, কাঁচামরিচ ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
 
সবজি: কেজিপ্রতি আলু (সাদা) ১৮ থেকে ২০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ২০ থেকে ২৫ টাকা, শশা ২০ থেকে ৩০ টাকা, ঝিংগা ৩০ থেকে ৩৫ টাকা, বরবটি ২৫ থেকে ৩০ টাকা, কচুরলতি ২০ থেকে ৩০ টাকা, চিচিংগা ২২ থেকে ২৮ টাকা, পটল ২০ থেকে ৩০ টাকা, ঢেড়স ২০ থেকে ২৫ টাকা, টমেটো ৩০ থেকে ৩৫ টাকা, করল্লা ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
 
কেজিপ্রতি চিনি (খোলা) ৩৮ থেকে ৪০ টাকা, গুড় (আখের) ৬০ থেকে ৭০ টাকা, খেজুর ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
 
মাংস: কেজিপ্রতি গরু ৩৭০ থেকে ৩৯০ টাকা, খাসী ৫০০ থেকে ৫৫০ টাকা, দেশি মোরগ/মুরগি ৩৭০ থেকে ৩৯০ টাকা, কক ও সোনালী ২৫৫ থেকে ২৬৫ টাকা, ফার্ম ব্রয়লার ১৫৫ থেকে ১৬০ টাকা।
 
তেলের বাজার: প্রতি লিটার সয়াবিন (খোলা) ৮০ টাকা, পাম তেল ৬০ থেকে ৬২ টাকা, সরিষার তেল ১২০ থেকে ১৩০ টাকা, সয়াবিন ক্যান (৫ লিটার) ৪৬০ থেকে ৪৮০ টাকা, এক লিটার ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
একে/কেজেড/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।