প্রদর্শনী প্রাঙ্গণ থেকে: ব্যবসায়ী ভিসা ও স্কিলড মাইগ্রেশন ভিসা প্রসেসিংয়ে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ইন্সপিরেশন।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, দুবাই, কানাডায় ব্যবসায়ী ভিসা ও স্কিলড মাইগ্রেশন ভিসা প্রসেসিংয়ের কাজ দক্ষতার সঙ্গে করছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় অনুষ্ঠিত নবম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন প্রদর্শনীতে ইমিগ্রেশন অ্যান্ড ইন্সপিরেশনের স্টলে খোঁজ নিয়ে জানা যায় এ তথ্য।
শনিবার (১৩ জুন) ইমিগ্রেশন অ্যান্ড ইন্সপিরেশনের কর্ণধার ব্যারিস্টার আফতাব আহমেদ বলেন, স্কিলড মাইগ্রেশন ভিসা প্রসেসিং মূলত পয়েন্ট ভিত্তিক প্রোগ্রাম। প্রদর্শনী উপলক্ষে বিনামূল্যে পয়েন্ট সরাসরি ক্যালকুলেট করে দেওয়া হচ্ছে।
তবে শুধু ভিসা প্রসেসিং নয়, ইমিগ্রেশন অ্যান্ড ইন্সপিরেশনের পক্ষ থেকে তুরস্কের ইস্তান্বুল ও মিশরের কায়রোতে ট্যুর প্যাকেজের আয়োজনও রয়েছে।
তিনরাত চারদিনের এ প্যাকেজের মূল্য ৫৬ হাজার ৫০০ টাকা। কিন্তু প্রদর্শনীতে এসে বুকিং দিলে সাত হাজার টাকা ছাড়ে ভ্রমণকারীরা ৪৯ হাজার ৫০০ টাকায় ওই প্যাকেজটি নিতে পারবেন। তবে ভ্রমণের তারিখ অনুযায়ী প্লেনের টিকিটের মূল্যে প্যাকেজের সঙ্গে যোগ হবে।
ব্যারিস্টার আফতাব আহমেদ জানান, সফলতার সঙ্গে প্রায় ছয় বছর ধরে ইমিগ্রেশন ভিসা প্রসেসিং ও ট্যুর প্যাকেজের কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রধান অফিস মালয়েশিয়া। সেখান থেকে তদারকি করেন ঢাকার অফিস। প্রদর্শনীতে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে ইমিগ্রেশন ভিসা প্রসেসিং ও ট্যুর প্যাকেজে।
আফতাব আহমেদ বলেন, স্বল্প মূল্যে ভালো মানের সেবা দেওয়ায় শুরু থেকেই আমরা ভ্রমণপিপাসুদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। ভবিষ্যতে আমাদের সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। মরিশাস ও ফিজিতে ভ্রমণের জন্য প্যাকেজের ঘোষণাও দেওয়া হবে।
ইমিগ্রেশন অ্যান্ড ইন্সপিরেশনের সেবা নিতে অথবা প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে যেতে পারেন- ফ্ল্যাট ৩/বি, বাসা নম্বর-২২, রোড ৩৪, সেক্টর ৭, উত্তরা। ফোন: ০১৬৭৫৫২৩৯৭৬, ০০৬০১১৩৫৫৬২৩০১। facebook.com/immigration.inspiration
গত বুধবার শুরু হওয়া এ প্রর্দশনী রোববার শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
একে /এএ
** পারটেক্সের ফার্নিচারে ১৮ শতাংশ ছাড়