ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক উড প্রদর্শনী

হাতিলের দরজায় নতুনত্বের ছোঁয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
হাতিলের দরজায় নতুনত্বের ছোঁয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রদর্শনী প্রাঙ্গণ থেকে: অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঠের তৈরি বিভিন্ন ডিজাইনের দরজার সমাহার নিয়ে আন্তর্জাতিক উড প্রদর্শনীতে হাজির হয়েছে হাতিল।

শনিবার (১৩ জুন) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ প্রদর্শনীতে হাতিলের স্টল ঘুরে এমন চিত্র দেখো গেছে।



হাতিলের কর্পোরেট সেলস এক্সিকিউটিভ কাকন এইচ সুলতানা বাংলানিউজকে জানান, প্রদর্শনীতে একেবারে নতুন ডিজাইনের ১৩টিসহ পাশাপাশি আরও ১০টি মডেলের দরজা প্রদর্শিত হচ্ছে। আধুনিক মানের এসব দরজা খুবই টেকসই।

‘বাড়ির প্রধান দরজা তৈরিতে সলিড কাঠ ব্যবহার করা হয়। এতে আছে রেডওক এবং বিচ কাঠ। এগুলো নর্থ আমেরিকা থেকে সংগ্রহ করে হাতিলের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়,’ বলেন তিনি।

হাতিল সংশ্লিষ্টরা জানান, কাঠগুলো সিজন করে নিয়ে আসা হয় তাই বাঁকা হওয়া কিংবা ঘুনে ধরার সম্ভবনা একেবারেই কম। এই কাঠের দরজার অনেকগুলো ডিজাইন আছে। যা প্রথমবারের মতো প্রদর্শন করা হয়েছে।

নতুন মডেলের বাড়ির অভ্যান্তরীণ দরজাও (ফ্ল্যাশ দরজা) প্রর্দশন করা হয়েছে হাতিলের স্টলে। নিজস্ব ফ্যাক্টরির কাঠের গুঁড়ো এবং বিভিন্ন রকমের ভিনিয়ার দিয়ে তৈরি এসব ফ্ল্যাশ দরজা। দামেও খুব সাশ্রয়ী। আর এ দরজাগুলো বাথরুমের পানিতে যেন নষ্ট না হয় সেজন্য পলিভিনাইল ব্যবহার করা হয়েছে।

কাকন এইচ সুলতানা বলেন, ১৫ থেকে ২০ বছর এসব দরজা অনায়াসেই ব্যবহার করা যাবে। দরজাগুলোতে তিন ধরনের ইউভি লেকার ব্যবহার করা হয়। ফলে এগুলো অনেক সুন্দর ও আকর্ষণীয় দেখায়।

গুণগত মানসম্পন্ন এসব দরজা আন্তর্জাতিক বাজারে বাজারজাত করতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন বলে উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ডিজাইনের দরজা প্রদর্শন করায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব দরজা ইচ্ছে করলে হাতিলের কার্যালয় থেকে সংগ্রহ কর‍া যাবে।

গত ১১জুন বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী শনিবার সন্ধ্যায় শেষ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
একে/এমএ

** পারটেক্সের ফার্নিচারে ১৮ শতাংশ ছাড়
** এইচএমবিআরের মানসম্মত যন্ত্রাংশের সমাহার
** সব রঙের সমাধানে বার্জার পেইন্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।