ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা করছে নাসিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
৪৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা করছে নাসিক

নারায়ণগঞ্জ: নতুন করে কোন কর আরোপ ছাড়াই ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ৪৮৮ কোটি ৯৩লাখ ৮৪ হাজার ৬১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)।

১৫ জুন সোমবার সকালে নগর ভবন প্রাঙ্গণে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এ বাজেট ঘোষণা করবেন।

শনিবার (১৩জুন) নাসিক সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ২০১৬ সালে সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে। ওই বছর বাজেট ঘোষণা করলেও পরবর্তীতে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত খুব বেশি সময় পাওয়া যাবে না। সে কারণে এবারের বাজেটে উন্নয়নকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। এ বাজেটের অর্থে উন্নয়ন করে চমক দিতে চান মেয়র।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর এটা চতুর্থ বাজেট। ২০১১ সালের ৩০ অক্টোবর করপোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালে প্রথমবারের মতো বাজেট ঘোষণা করা হয়। ওই বাজেট ছিল ৩০৭ কোটি টাকার।

২০১৩-২০১৪ অর্থ বছরে বাজেট ছিল ৪০৩ কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা। ২০১৪-২০১৫ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৪২৪ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা।

এবারের বাজেটে দারিদ্র্য বিমোচন, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে বলে সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।