ঢাক: আসবাবপত্র তৈরিতে মেশিনারিজ, কাঠসহ নানা উপকরণ নিয়ে উড প্রদর্শনী, এবং গার্মেন্ট, টেক্সটাইল ও পাদুকা শিল্পের যন্ত্রাংশ নিয়ে আয়োজিত গারটেক্স প্রদর্শনী শেষ হয়েছে।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক মানের প্রদর্শনী দু’টি শনিবার (১৩ জুন) শেষ হয়।
রাজধানীর কুড়িল বিশ্বরোডের পাশে (৩০০ ফিট) দেশের বৃহত্তম ইভেন্ট ভেন্যু আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় গত বৃহস্পতিবার প্রদর্শনী দু’টি শুরু হয়।
প্রদর্শনী থেকে সংশ্লিষ্ট বিষয়ের ব্যবসায়ীরা বিভিন্ন তথ্যের পাশাপাশি পেয়েছেন নানা দিক নির্দেশনা। দেশের ব্যবসায়ীরা বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে পরিচিতও হতে পেরেছেন। এছাড়া নতুনদের জন্যও অনেক তথ্য জানার সুযোগ ছিল প্রদর্শনীতে।
আন্তর্জাতিক উড প্রদর্শনী: প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এ উড প্রদর্শনী। দেশ- বিদেশের আসবাবপত্র তৈরিতে যুক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
প্রদর্শনী ঘুরে দেখা যায়, আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা বিভিন্ন যন্ত্রাংশ ও উপকরণের সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করে দিচ্ছেন বিক্রয়কর্মীরা।
প্রদর্শনীর মাধ্যমে আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ ও উপকরণ দেখতে পেয়ে ভীষণ খুশি মিরপুর থেকে আসা আসাদুল ইসলাম। তিনি বলেন, অনেক নতুন নতুন যন্ত্র আর উপকরণ দেখলাম। এ বিষয়ে যেসব প্রশ্ন ছিল তার উত্তরও পেলাম।
আয়োজকরা জানান, প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি ড. আবু সাঈদ আল-আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম রহমান।
এতে প্রায় ২০০টি দেশ-বিদেশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন যন্ত্রাংশ ও আসবাবপত্র প্রদর্শিত হয়। প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশ করার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। প্রদর্শনীর আয়োজনে ছিল পিভিটি লিমিটেড ও ফিউচারেক্স।
আন্তর্জাতিক গারটেক্স শো ২০১৫: গার্মেন্টস, টেক্সটাইল ও পাদুকা শিল্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক গারটেক্স প্রদর্শনী।
উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী মো. ইমাজ উদ্দিন প্রামাণিক। বিজিএপিএমইএ’র সভাপতি রাফেজ আলম, বিইএমইএ’র সভাপতি শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ। মেলায় ১৪০টি স্টল অংশ নেয়।
দেশ-বিদেশের বিভিন্ন গার্মেন্টস বিষয়ে জড়িত ব্যবসায়ীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। নতুন উদ্যোক্তারা এখান থেকে ব্যবসা সহায়ক অনেক তথ্য পেয়েছেন।
বাড্ডা থেকে আসা দর্শনার্থী রমিজুল ইসলাম জানান, গার্মেন্টস শিল্পের কথা অনেকেই জানেন। কিন্তু এ শিল্প কারখানা কীভাবে পরিচালিত হয় এবং এতে কী কী যন্ত্রাংশ ব্যবহার তা অনেকেই জানেন না। এ প্রদর্শনী থেকে সেসব বিষয়ে সম্পূর্ণ ধারণা পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
একে/জেডএস