ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ালটন- মাইক্রোসফট ব্যবসায়িক সম্পর্ক বাড়ছে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ওয়ালটন- মাইক্রোসফট ব্যবসায়িক সম্পর্ক বাড়ছে

ঢাকা: গত মাসে মাইক্রোসফটের লেটেস্ট ৮.১ উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপডেট সুবিধা ও থ্রিজি সিম সম্বলিত মাল্টি ফাংশনাল এক্সপার্ট ট্যাব ’ওয়ালপ্যাড প্রো’ বাজারে ছাড়ে ওয়ালটন। ওয়ালটন ব্র্যান্ডের ওই ট্যাব নিয়ে বাজারে ব্যাপক সাড়া ফেলে।



এর মাধ্যমে ওয়ালটন ও মাইক্রোসফট এর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয়। ওয়ালটনের এই বিপণন কৌশলে খুবই সন্তুষ্ট মাইক্রোসফটের থিংক ট্যাংক। এরই ফলশ্রুতিতে বাংলাদেশে ওয়ালটনের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট।

বিপণন, ব্যবস্থাপনা, গ্রাহকপ্রিয়তা এবং মার্কেট শেয়ার ইত্যাদি বিবেচনায় নিয়ে ওয়ালটনের সঙ্গে দীর্ঘস্থায়ী এবং নিবিড় সম্পর্ক স্থাপন করতে চান তারা। এ মাসেই মাইক্রোসফটের উর্ধতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। এসময় তারা ওয়ালটনের সঙ্গে আলোচনা এবং এ বিষয়ে চুক্তি করতে পারেন। বিশেষ করে বাংলাদেশের বাজারে মোবাইল ফোন এবং ট্যাব বিপণনে ওয়ালটনের সঙ্গে কাজ করতে পারে।

মাইক্রোসফট বাংলাদেশের চ্যানেল ম্যানেজার(এমএনএ) রোজওয়ানা চৌধুরী জানান, এদেশে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমস এর একমাত্র লোকাল পার্টনার ওয়ালটন। স্থানীয় মোবাইল কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন খুব দ্রুত শীর্ষস্থানে চলে গেছে। তাই মাইক্রোসফট বিশেষ করে মোবাইল ও ট্যাবের বাজারজাতকরণে ওয়ালটন ব্র্যান্ডের সঙ্গে আরো ঘনিষ্টভাবে কাজ করতে আগ্রহী।

তিনি আরও জানান, অতি অল্প সময়ের মধ্যে ওয়ালপ্যাড প্রো নিয়ে বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। এটা দেখে মাইক্রোসফটের গ্লোবাল অফিস খুবই সন্তুষ্ট। মাইক্রোসফটের এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার এ মাসেই বাংলাদেশ সফর করবেন। ওই সময় ওয়ালটনের সঙ্গে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা এবং চুক্তি হতে পারে। ওয়ালটনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তাদের কাছ থেকে মাইক্রোসফট আশানুরূপ সহযোগিতা পাচ্ছে।

এ প্রসঙ্গে ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, এটা ওয়ালটনের জন্য এবং বাংলাদেশের জন্যও সুখবর। কারণ মাইক্রোসফট হচ্ছে বিশ্ব সেরা। তারা ওয়ালটনের সঙ্গে কাজ করতে চাইছেন এটা আমাদের জন্য এক ধরনের বড় অর্জন।   

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।