ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাষ্টে চালু হচ্ছে কম্পিউটার চিপযুক্ত ক্রেডিট কার্ড

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
যুক্তরাষ্টে চালু হচ্ছে কম্পিউটার চিপযুক্ত ক্রেডিট কার্ড

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত ম্যাগনেটিক স্ট্রিপযুক্ত ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবহার আর থাকছে না। চালু হচ্ছে নতুন কম্পিউটার চিপযুক্ত নতুন কার্ড।

যা হবে ডাটা সুরক্ষায় আরও বেশী নিরাপত্তা সম্বলিত। প্রাথমিকভাবে এটি চালু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো প্রত্যেক বছর পুরাতন ম্যাগনেটিক স্ট্রিপ ক্রেডিট ও ডেবিট কার্ডের পেছনে এতোদিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আসছিল।

এ বছরের শেষের দিকে দিকে যুক্তরাষ্ট্রের মানুষ ৫০ বছরের পুরাতন এ প্রযুক্তির কার্ড থেকে বেড়িয়ে আসবে। প্রবেশ করবে নতুন প্রযুক্তির জগতে।

ম্যাগনেটিক চিপযুক্ত কার্ড চোরেরা সহজেই নকল করতে পারতো। এটি ছিল বেশী ঝুঁকিপূর্ণ। আর প্রতারণার ঘটনাও ছিল বেশী। যে ভয় নতুন কার্ডে থাকবে না।

যুক্তরাষ্ট্রের সব ক্রেডিট ও ডেবিট কার্ডের অর্ধেক এ বছরের শেষ সময়ে নতুন কার্ডে পরিবর্তিত হয়ে যাবে।

পুরাতন ও নতুন কার্ডের মধ্যে বড় পার্থক্য হচ্ছে নতুন কার্ডে মেটাল চিফ সামনে থাকবে। যেটা ব্যক্তিগত ডাটাকে বেশী সুরক্ষা দেবে। এই চিপ প্রতিটি ট্রানজ্যাকশনে ইউনিক কোড প্রয়োজন হবে।

যদি চোরের তল কোনো কোড জেনেও যায় তাও সমস্যা নেই। কারণ ওই কোড দিয়ে পরবর্তী কিছু করা যাবেনা। এই কার্ড নকল করাও খুবই কঠিন কাজ হবে।
যুক্তরাষ্ট্রে চালু হতে যাওয়া এই চিপযুক্ত কার্ড ইউরোপে এক দশক ধরে প্রচলিত আছে।

আরেকটি বিষয় ইউরোপে যেভাবে এ কার্ডটি কাজ করে যুক্তরাষ্ট্রে ঠিক একইভাবে তা করবে না। তবে অনেকটা সাদৃশ্য থাকবে। যখনই কাউকে কোনো পেমেন্ট করতে হবে তখনই সই করার প্রয়োজন হবে। এটিএম মেশিনে এ কার্ড ব্যবহারের ক্ষেত্রে ৪ ডিজিটের পাসওয়ার্ড প্রয়োজন হবে।

ব্যাংক অব আমেরিকা চিপ বেসড বেডিবট কার্ড গত বছরের শেষের দিকে চালু করে। চেজ ও সিটি সামারে। এছাড়া আঞ্চলিক ও ছোট ব্যাংকগুলো এ বছরের শেষের দিকে চালু করবে।

ব্যাংক সহযোগিতায় পেমেন্ট সিস্টেমকে অধিকতর নিরাপত্তা দিতে ভিসা, মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এই পরিবর্তন আনছে। এটার জন্য আগামী ১ অক্টোবর সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।

আর যেসব ব্যবসা প্রতিষ্ঠান এ তারিখের পরও ম্যাগনেটিক স্টিপ কার্ড চালু রাখবে এবং তাদের ইক্যুইপমেন্টকে আপগ্রেড না করার কারণে কোনো প্রতারণার ঘটনা ঘটলে তার জরিমানা গুণতে হবে।

এ প্রসঙ্গে ভিসার রিস্ক অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেন রিচে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, নতুন চিপ প্রযুক্তি নকল না করা যায় তা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।