ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুকসুদপুরে ব্যাংক এশিয়ার শত তম শাখার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
মুকসুদপুরে ব্যাংক এশিয়ার শত তম শাখার উদ্বোধন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ব্যাংক এশিয়ার শত তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

এটিএম কার্ড, এটিএম বুথ, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এ ব্যাংক তাদের কার্যক্রম শুরু করেছে।



রোববার (১৪ জুন) উপজেলা সদরের ফরিদ মিয়া কমপ্লেক্সে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন।

ব্যাংক এশিয়ার শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম জানান, এ ব্যাংকে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় স্কীম। সেই সঙ্গে রয়েছে সব ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ও বড় উদ্যোগ, কৃষি এবং কৃষিজাত শিল্পে সহজ শর্তে ঋণ সুবিধার ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।