ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৬০ হাজার মেট্রিক টন আম কিনবে প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
৬০ হাজার মেট্রিক টন আম কিনবে প্রাণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: চলতি বছর ৬০ হাজার মেট্রিক টন আম কেনার লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুমে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

২৬ মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে।

স্থানীয় আম চাষিদের কাছ থেকে ১শ’ কোটি টাকার আম কিনবে প্রাণ।
 
রোববার (১৪ জুন) দুপুরে নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম সরোয়ার হোসেন এসব কথা বলেন।
 
সরোয়ার জাহান বলেন, প্রাণে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া মৌসুমে আরো তিন হাজার নারী-পুরুষের  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। প্রাণের পণ্য এখন বিশ্বের ১১৪টি দেশে নিয়মিত রপ্তানি হয়।

মতবিনিময়কালে তিনি আরো বলেন, প্রাণে এখন ৭৬ হাজার চুক্তিবদ্ধ চাষি রয়েছে যার মধ্যে ১৩ হাজার আমচাষি। নাটোর ছাড়াও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, ও দিনাজপুর এলাকায় চুক্তিবদ্ধ আমচাষিদের প্রাণের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হয় বলে মতবিনিময় সভায় জানানো হয়।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-প্রাণের কোয়ালিটি বিভাগের সিনিয়র ম্যানেজার আল মাসুদ ও কন্ট্রাক্ট ম্যানেজার মো. কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।