ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য-পর্যটন প্রদর্শনীতে কেন্ট’র নানা পণ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
বাণিজ্য-পর্যটন প্রদর্শনীতে কেন্ট’র নানা পণ্য ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশুদ্ধ পানি ও ফরমালিনমুক্ত ফলমূল খাওয়ার জন্য কেন্ট ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাজারজাত করছে এসকেআরপি গ্রুপ।
 
নবম এশিয়ান বাণিজ্য ও পর্যটন প্রদর্শনীতে এসকেআরপি’র স্টলে খোঁজ নিয়ে দেখা মিললো কেন্টের বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের সমাহার।


 
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় পাঁচ দিন ধরে চলা এ প্রদর্শনী রোববার(১৪ জুন) রাত ৮টায় শেষ হচ্ছে।
 
এসকেআরপি’র সেলস ম্যানেজার সাইদ রাকিবুন নবী জানান, বিশুদ্ধ পানি ও ফরমালিনমুক্ত ফলমূল খাওয়ার জন্য বিশ্বখ্যাত ব্র্যান্ড কেন্টের পণ্য খুবই ভালো।
 
তিনি জানান, পানির সব ধরনের জীবানু প্রতিরোধক কেন্ট গ্র্যান্ড প্লাস, কেন্ট প্রাইম ও কেন্ট পার্ল খুবই উন্নতমানের। প্রতিটি পণ্যের মাধ্যমেই প্রতিদিন ৭৫ লিটার পানি বিশুদ্ধ করা সম্ভব। আর এসব পণ্যের ধারণ ক্ষমতা আট লিটার।
 
কেন্ট গ্র্যান্ড প্লাস ২৪ হাজার টাকা, কেন্ট প্রাইম ২৫ হাজার টাকা ও কেন্ট পার্ল ২৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে জানান সাইদ।
 
এছাড়া কেন্টের ভেজিটেবল পিওরিটর রয়েছে। যার মাধ্যমে ফলমূলে থাকা যাবতীয় ফরমালিন ও দূষিত পদার্থ নির্মূল করা যায়। দাম পড়বে ১০ হাজার টাকা।
 
এসকেআরপি’র সহকারী ব্যবস্থাপক(কর্পোরেট সেলস) ইসলাহ উদ্দিন আহমেদ বলেন, কেন্টের প্রতিটি পণ্যই আন্তর্জাতিক মানের। ক্রেতারা নিশ্চিত হয়েই এসব পণ্য কিনতে পারেন। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এসব পণ্য উন্নতমানের।
 
প্রদর্শনী ও রমজান উপলক্ষে পণ্য প্রতি এক হাজার টাকা ছাড়ও রয়েছে বলে জানান তিনি।
 
প্রদর্শনী ছাড়া কেন্টের পণ্য এসকেআরপি’র শো রুম, অফিস ও সংশ্লিষ্ট ডিলারদের কাছ থেকেও সংগ্রহ করা যাবে। এছাড়া www.skrp.com.bd এ ওয়েবসাইটে লগইন করে বিস্তারিত জানা যাবে।
 
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
একে/এসএন/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।