ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন বছরের মধ্যে বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
তিন বছরের মধ্যে বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগামী তিন বছরের মধ্যে সাশ্রয়ী মূল্যে এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ব্যবহারে উপযোগী করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নছরুল হামিদ।
 
রোববার (১৪ জুন) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


 
প্রতিমন্ত্রী বলেন, অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, ভবিষ্যতে আবাসন খাতে গ্যাস সংযোগ একেবারে বন্ধ করে দেওয়া হবে কিনা বর্তমানে বলতে পারি না, তবে এখন পাইপ লাইনে আবাসিক খাতে গ্যাস সংযোগে আমরা নিরুৎসাহিত করছি।
 
তিনি বলেন, আমরা পরিকল্পনা নিয়েছি, আগামী তিন বছরের মধ্যে সাশ্রয়ী মূল্যে এলপিজি গ্যাস মানুষের কাছে পৌঁছে দেওয়ার। সিলিন্ডারের মাধ্যমে রান্নার জ্বালানি হিসেবে বাসা বাড়িতে এ গ্যাস ব্যবহার করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
 
আবাসন খাতের সংশ্লিষ্টদের উদ্দেশ্য নছরুল হামিদ বলেন, বাসা-বাড়িতে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস ব্যবহার করতে আপনাদের প্রস্তুত থাকতে হবে। ভবন নির্মাণে আপনাদের এমনভাবে পরিকল্পনা করতে হবে যেন এলপিজি ব্যবহার করা যায়।
 
পৃথিবীর অধিকাংশ দেশেই সিলিন্ডারে গ্যাস ব্যবহার করা হয় জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এ মুহূর্তে দেশে গ্যাসের ঘাটতি রয়েছে। ভবিষ্যতে এ ঘাটতি আরো বাড়বে। আমাদের ৬৫ শতাংশ গ্যাস ব্যবহার হয় বিদ্যুত খাতে, ১২ শতাংশ হয় আবাসিক খাতে, ৬ শতাংশ ব্যবহার সিএনজি যা গাড়িতে ব্যবহার হয়, ১৭ শতাংশ ব্যবহার হয় উৎপাদন খাতে।
 
শুধু সিএনজি খাতে যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হয়, তা দিয়ে যদি বিদ্যুতে নিয়ে আসা হয় তাহলে বছরে ১৪’শ কোটি টাকা সাশ্রয়ী হবে বলে জানিয়েছেন তিনি।
 
তিনি বলেন, ভর্তুকি দিয়েও যদি আমরা এলপিজিকে জনপ্রিয় করতে পারি তাহলে দেশে বিদ্যুতের আর কোনো ঘাটতি থাকবে না। ভবিষ্যতে গ্যাস নাও থাকতে পারে। আবাসন খাতে এখন যারা গ্যাস পাচ্ছেন ভবিষ্যতে আপনারা নাও পেতে পারেন।
 
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে আবাসন খাতে যেভাবে উন্নয়ন করছে বাংলাদেশেও সেভাবে চিন্তা করে এ খাতকে উন্নয়ন করতে হবে। এর জন্য যুগোপযোগী আইন করার দরকারও বলে মনে করেন তিনি।
 
তিনি আরও বলেন, আবাসন খাত এখনো সুনাম অর্জন করতে পারেনি, এখনও অনেক মানুষের অভিযোগ পাওয়া যায়, সময় মতো ভবন নির্মাণ শেষ করা হয় না। এ খাতে সংশ্লিষ্টদেরকে সময় মতো প্রজেক্ট শেষ করে যার যার ফ্ল্যাট তার হাতে তুলে দেওয়ার আহ্বান করেছেন তিনি।
 
রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদিন ভূইয়া। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিহ্যাবের সিনিয়র ভাইস চেয়ারম্যান রবিউল হক।
 
বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
টিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।