ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডেল্টা প্ল্যান সমঝোতা স্মারকে অর্থমন্ত্রীর সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
ডেল্টা প্ল্যান সমঝোতা স্মারকে অর্থমন্ত্রীর সই ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘টুওয়ার্ডস রেজিলেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেল্টা ম্যানেজমেন্ট ফর এ প্রোসপোরাস বাংলাদেশ’ শীর্ষক সমঝোতা স্মারক সই হয়েছে।

বাংলাদেশ সরকার, নেদারল্যান্ড সরকার এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা(আইডিএ) এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন/ ২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপ (ডব্লিউআরজি) এর মধ্যে সই হয়।



অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (১৬ জুন’২০১৫) দুপুরে শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থমন্ত্রী মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিন বছর মেয়াদী সমঝোতা স্মারক সই করেন।

অন্যদিকে নেদারল্যান্ডস সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী লিলিয়ান্নি প্লোয়ামিন, বিশ্বব্যাংকের পক্ষ্যে প্রেগ্রাম লিডার ড. লিয়া সিঘ্রাট এবং ডব্লিউআরজ’র পক্ষে নির্বাহী পরিচালক আন্দ্রেস ইনগভ্যাল্ড সই করেন।

এর প্রধান উদ্দেশ্য টেকসই বদ্বীপ ব্যবস্থাপনা, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, দূর্গ ব্যবস্থাপনা এবং জলবায়ু অভিযোজন বিষয়ে সহযোগিতার জন্য এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে এ সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠানে বলা হয়, বর্তমানে সমঝোতা স্মারকের সামগ্রিক উদ্দেশ্য হল বাংলাদেশ সরকার, নেদারল্যান্ডস সরকার, বিশ্বব্যাংক একত্রিত হয়ে ২১০০ গড়ে তোলার লক্ষ্যে শক্তিশালী পার্টনারশিপ গড়ে তোলা। বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ প্রণয়ন ও স্মারক স্বাক্ষরকারী সকল পক্ষকে একটি কাঠামো দেয়া হবে।

সমঝোতা স্মারকটি সই হওয়ার দিন থেকে কার্যকর হবে এবং তিন বছর মেয়াদে কাযর্কর থাকবে।

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী  আনিসুল ইসলাম মাহমুদ, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড.শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সচিব
সফিকুল আজমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এমআইএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।