ঢাকা: অনলাইনে কেনাবেচা বা ই-কমার্সের জন্য চার শতাংশ ভ্যাট আরোপ করা আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন এই খাতের উদ্যোক্তারা। তারা এ সময় ভ্যাট প্রত্যাহারেরও দাবি জানান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘পলিসি সার্পোট ফর দ্য লোকাল ই-কমার্স ইন্ডাস্ট্রি’ শীর্ষক গোল টেবিল বৈঠকে এই ভ্যাট আরোপ ডিজিটাল বাংলাদেশ’র পরিপন্থি বলেও মন্তব্য এসেছে।
বুধবার (১৭ জুন) রাজধানীর ডেইলি স্টার কনফারেন্স কক্ষে আয়োজিত বৈঠকে বক্তারা এই মন্তব্য করেন।
বেসিস সভাপতি শামীম আহসান ও সাবেক সভাপতি ফাহিম মাশরুর, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল ছাড়াও ই-কমার্স উদ্যোক্তা এবং বাংলাদেশ ব্যাংক সহ বেসরকারি ব্যাংক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে অনলাইনে কেনাবেচার উপর নতুন করে চার শতাংশ ভ্যাট আরোপের কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ফাহিম মাশরুর বলেন, এই ভ্যাট আরোপের ফলে ই-কমার্স খাত মুখ থুবড়ে পড়বে। ডিজিটাল বাংলাদেশে কেনাবেচা নন-ডিজিটাল ফরমেটে চলে যাবে।
শামীম আহসান বলেন, ই-কমার্সে সরকারের সদিচ্ছা থাকলেও ভুল নীতির কারণে হুমকির মুখে পড়েছে। এই খাতে ভ্যাট আরোপের ফলে তরুণ উদ্যোক্তারা উৎসাহ হারাবে। ফলে বিদেশি উদ্যোক্তাদের হাতে ই-কমার্স খাতের নিয়ন্ত্রণ চলে যাবে।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এমআইএইচ/বিএস