ঢাকা: অবশেষে সঞ্চয়পত্রে সুদের হার কমানো হয়েছে। পাঁচ ও তিন বছর মেয়াদী পারিবারিক ও পেনশনসহ বিভিন্ন সঞ্চয়পত্রের সুদের হার কমেছে দেড় থেকে দুই শতাংশ হারে।
সুদের হার বেশি থাকায় সঞ্চয়পত্রের বিক্রি অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিলে। বিভিন্ন পক্ষের দাবির প্রেক্ষিতে সরকার সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুদের হার কমানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। ১৪ জুন থেকে এই সিদ্ধান্ত কার্য্যকর হয়।
এনবিআর সূত্র জানায়, এতোদিন পাঁচ বছর মেয়াদী পারিবারিক ও পেনশন সঞ্চয়পত্র কিনলে সরকার ১৩ দশমিক ৪৫ ও ১৩ দশমিক ২৬ শতাংশ হারে সুদ দিত।
প্রজ্ঞাপন অনুসারে, পাঁচ বছর মেয়াদী পরিবারিক সঞ্চয়পত্রে সুদের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৫২ শতাংশ, পাঁচ বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রে সুদের হার ১৩ দশমিক ১৯ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ৭৬ শতাংশ এবং ৩ বছর মেয়াদী ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে ১২ দশমিক ৫৯ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ০৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে তিন বছর মেয়াদী ডাকঘর সঞ্চয় ব্যাংকের ক্ষেত্রে ১৩ দশমিক ২৪ শতাংশ থেকে ১১ দশমিক ২৮ শতাংশ এবং পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে ১৩ দশমিক ১৯ শতাংশ থেকে কমিয়ে ১১ দশমিক ২৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এনবিআর সূত্রে আরো জানা যায়, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের (৫ বছর মেয়াদী) ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম সমন্বয়পূর্বক মুনাফার হার ১২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলশ্রুতিতে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের সুদের হার অপরিবর্তিত থাকবে। একইসঙ্গে সঞ্চয়পত্রের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের বিধানও বহাল রাখা হয়েছে।
তবে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম প্রদানের বিদ্যমান সুবিধা বাতিল করা হয়েছে। অন্যদিকে হিসাবের সুবিধার্থে মাসিক/ তিন মাস/ তিন বছর (মেয়াদান্তে)/ পাঁচ বছর (মেয়াদান্তে) মেয়াদী সঞ্চয়পত্রসমূহের মুনাফার পরিমাণ পাঁচ গুণিতক সংখ্যায় নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এডিএ/কেএইচ