ঢাকা: উৎস কর এক শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ রফতানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টায় বিজিএমইএ ভবনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সভায় এ দাবি জানান তিনি।
সালাম মুর্শেদী বলেন, প্রস্তাবিত বাজেটে উৎসে কর দশমিক ৩০ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হয়েছে। যা শিল্পের অগ্রগতির পথে বাধা তৈরি করবে। অন্যদিকে মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক এক শতাংশ আরোপ করা হয়েছে যা, নতুন উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। তাই উৎস কর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে দশমিক ৩০ শতাংশ করা হোক।
পাশাপাশি মূলধনী যন্ত্রপাতির ওপর আমদানি শুল্ক তুলে নেওয়া এবং রফতানিমুখী শিল্পের জন্য ১০ শতাংশ হ্রাসকৃত হারে কর আরোপের মেয়াদ ২০১৯ সালের জুন মাস পর্যন্ত বাড়ানোর দাবিও জানান তিনি।
তিনি আরও বলেন, ডলারের বিপরীতে টাকার মূল্য বেড়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ। পোশাক শিল্পের গড় উৎপাদন বেড়েছে ১০ শতাংশ। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম একশ’ ১৪ ডলার থেকে কমে ৫৭ ডলারে নেমে আসলেও আমাদের দেশে কমেনি।
এফবিসিসিআই’র প্রথম সহ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অনেকেই মনে করছেন, আমরা কর দিতে চাইনা। কিন্তু এটা ঠিক না। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ-এ আমরা তিনবার কর দিচ্ছি। সরাসরি করও আমরা দিতে চাই। কিন্তু বর্তমান সময়ে তা সম্ভব না।
আলোচনা সভায় ছিলেন বিজিএমইএ’র সহ সভাপতি রিয়াজ বিন মাহমুদ, বিজিএমইএ’র দ্বিতীয় সহ সভাপতি এসএম মান্নান কচি, বিকেএমইএ’র সাবেক সহ সভাপতি মোহাম্মদ হাতেমসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ইউএম/এসএন/জেডএস