ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাজশাহী: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) উদ্যোগে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম ধাপে টিসিবির নির্ধারিত ৪২০ জন ডিলার রাজশাহীর বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে চিনি, সয়াবিন তেল, মশুরের ডাল ও ছোলা বিক্রি করছেন।

এর মধ্যে মহানগরীতে ৮৮ জন এবং জেলায় ২৭ জন রয়েছেন। অন্যরা বিভাগের বাকি সাত জেলায়।

এরই মধ্যে ২০ জন ডিলার তাদের পণ্য উত্তোলন করে ভোক্তা পর্যায়ে বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন। অন্যরা ২৫ জুনের মধ্যে পণ্য উত্তোলন করে বিক্রি শুরু করবেন বলে জানিয়েছেন টিসিবির রাজশাহী অঞ্চলিক কার্যালয়ের প্রধান আনিসুর রহমান।

এদিকে, ভোক্তা পর্যায়ে চিনি, ছোলা, সয়াবিন তেল, মশুর ডাল বিক্রির কার্যক্রম শুরু হলেও রমজানের সবচেয়ে প্রয়োজনীয় খেজুর এখনও এসে পৌঁছেনি। তবে খেজুরের দামের (প্রতিকেজি ৮০ টাকা) তালিকা পৌঁছেছে। তাই শিগগরিই খেজুরও পৌঁছাবে বলে আশা করেছেন টিসিবির কর্মকর্তারা।  

বাজার ঘুরে দেখা যায়, ভোক্তা পর্যায়ে টিসিবির প্রতি কেজি চিনির দাম পড়ছে ৩৭ টাকা। নেপাল থেকে আমদানিকৃত মশুর ডাল প্রতিকেজি ১০৩ টাকা, অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত ছোলা ৫৩ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ৮৮ টাকায় বিক্রি হচ্ছে।

একজন ভোক্তা সর্বোচ্চ চার কেজি করে চিনি, মশুর ডাল ও ছোলা এবং ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এছাড়া এর কমও পণ্য কিনতে পারবেন।

টিসিবির রাজশাহী আঞ্চলিক অফিস প্রধান আনিসুর রহমান জানান, বর্তমানে মহানগরীতে পাঁচটি এবং প্রতিটি জেলা সদরে দু’টি করে ট্রাক নামানো হয়েছে। এসব ট্রাকে চিনি, সয়াবিন তেল, মশুর ডাল ও ছোলা বিক্রি করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে আনিসুর রহমান বলেন, এবার ডিলার প্রতি ৫০০ থেকে এক হাজার কেজি চিনি, মশুর ডাল ১০০ থেকে ২০০ কেজি, ছোলা ৩০০ থেকে ৫০০ কেজি এবং ৫০০ থেকে এক হাজার লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে।

পাশাপাশি টিসিবির নির্ধারিত ট্রাকেও প্রতিদিন সমপরিমাণ পণ্য বরাদ্দ দেওয়া হচ্ছে। যাতে পণ্য এবং দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালেই থাকে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।