ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০৪০ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ২০, ২০১৫
২০৪০ সালে উন্নত দেশ হবে বাংলাদেশ ড. আতিউর রহমান / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ইউরোপের মতো সংযোগ চালু রাখতে পারলে ২০২১ সালে মধ্যআয়ের দেশ, ২০৩০ সালে উচ্চ মধ্যআয়ের দেশ এবং ২০৪০ সাল নাগাদ উন্নত দেশে পরিণত হবে।

এ কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

 

শনিবার (২০ জু‍ন) দুপুর ২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাউন্ডেশন আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আতিউর বলেন, রাজনৈতিক অস্থিরতা না থাকলে বাংলাদেশ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারতো। এ বছর শেষে বাংলাদেশের রির্জাভ বেড়ে হবে ২৫ মিলিয়ন ডলার,  যা দিয়ে ৬ থেকে ৭ মাসের আমদানি করা যাবে। মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। অর্থনৈতিক স্থিতিশীলতার বিচারে বাংলাদেশের অর্জন শতভাগ।  

তিনি বলেন, পদ্মাসেতু চালু হলে মুন্সীগঞ্জ হবে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। অচিরেই রেল চালু হবে মুন্সীগঞ্জে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাপ্তাহিক অর্থনীতির সম্পাদক জাহিদুজ্জামান ফারুক।

এছাড়া বক্তব্য রাখেন, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বক্কর ছিদ্দিক, জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিভিল সার্জন ডা. মো. শহীদুল ইসলাম ও এটিএননিউজের বার্তা সম্পাদক মুন্নী সাহা।

অনুষ্ঠানে অর্থনীতি, শিক্ষা এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় মুন্সীগঞ্জের ৬ উপজেলার থেকে মোট ১৩ জনকে সম্মাননা প্রদান করা হয়।

তারা হলেন, বিচারপতি এ এফ এম আব্দুর রহমান, মো. আকরাম আলী মৃধা, ব্যারিস্টার মো. হারুন অর রশীদ, প্রকৌশলী আব্দুল জলিল ঢালী, মো. জাহাঙ্গির আলম, মো. আবু সাঈদ, মো. ওসমান গনী তালুকদার, মো. আলমাছ খান, মো. নুরুল ইসলাম, শেখ মো. আজাহার হোসেন, মোহাম্মদ রানা শফিউল্লাহ, প্রফেসর সুখেন চন্দ্র ব্যানার্জি ও আর্শেদ উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।