ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শোকজ প্রত্যাহার না করলে গর্ভনর সচিবালয় ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
শোকজ প্রত্যাহার না করলে গর্ভনর সচিবালয় ঘেরাও

ঢাকা: বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক মহাব্যবস্থাপক নিয়োগের প্রতিবাদ করায় কর্মকর্তাদের দেওয়া কারণ দর্শাও নোটিশ (শোকজ লেটার) প্রত্যাহার না করলে বুধবার গর্ভনর সচিবালয় ঘেরাও করা হবে।
 
মঙ্গলবার(২৩ জুন’২০১৫) সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে জরুরি সাধারণ সভা শেষে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।


 
রোববার (২১জুন) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ আর্থিক গোয়েন্দা বিভাগ- বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিটে(বিএফআইইউ) চুক্তিভিত্তিক একজন মহাব্যবস্থাপক (জিএম) নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়।
 
চুক্তিভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার বিরোধিতা করে এটি বন্ধ করতে বিক্ষোভ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের সাথে দেখা করে নিয়োগ প্রক্রিয়া থেকে সরে আসার আহ্বানও জানান।
 
আর ওই সব কর্মকর্তাদের ওই আচরণে গর্ভনর অসন্তোষ প্রকাশ করেন। পরে বিক্ষোভে নেতৃত্বদানকারী কর্মকর্তাদের তালিকা তৈরি করা হয়। সোমবার (২২জুন) সকালে ২০ জনের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয়।

নোটিস পাওয়া কর্মকর্তারা হলেন, উপ-মহাব্যবস্থাপক- দেলোয়ার হোসেন খান, নজরুল ইসলাম, একেএম এহসান, আবু জাফর, শহিদুল্লাহ আকন্দ, সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম, গাজী সাইফুর রহমান, রজব আলী, আজিজুল ইসলাম ও আবদুল ওয়াদুদ, যুগ্ম-পরিচালক সিদ্দীকুর রহমান মোল্লা, শাহরিয়ার সিদ্দিকী, ইশতেকমাল হোসেন, নওশাদ মোস্তফা, মকবুল হোসেন ও এইচ এম দেলোয়ার হোসেন। উপ-পরিচালক- মো. দেলোয়ার হোসেন, জয়নাল আবেদীন ও তৌহিদুল ইসলাম।
 
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুন: ২৩, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।