কুমিল্লা: কুমিল্লায় স্টার গ্রাহকদের সম্মানে গ্রামীণফোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহকদের ‘স্টার গ্রাহক’ হিসেবে বিশেষ সম্মাননা দিয়ে থাকে এ প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার নগরীর স্টেশন ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিকেল ৫টা থেকেই আমন্ত্রিত স্টার গ্রাহকের আনন্দ উপস্থিতিতে ধীরে ধীরে পূর্ণ হতে থাকে স্টেশন ক্লাব। অসংখ্য গ্রাহকের মাঝখানে হাজির ছিলেন কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিরা। যারা সঙ্গে নিয়ে আসেন তাঁদের পছন্দের আরও একজনকে।
অনুষ্ঠানের শুরুতে গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণে তাদের ইসলাম ধর্মভিত্তিক প্রশ্নের জবাব দেন মাওলানা মাহমুদুল হাসান।
এরপর গ্রামীণফোনের সব স্টার গ্রাহককে গ্রামীণফোনের পক্ষ থেকে বিশেষ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন গ্রামীণফোনের কুমিল্লা অঞ্চলের এরিয়া ম্যানেজার নাফিজ আহমেদ।
তিনি বলেন, আজ আপনাদের এখানে পাওয়া নিশ্চিতভাবেই আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আমরা বিশ্বাস করি গ্রামীণফোনের প্রতি আপনার এই ভালোবাসা আমরা দীর্ঘদিন পেয়ে যাব।
তিনি আরও বলেন, সব গ্রামীণফোন গ্রাহকের প্রতি আমরা যথেষ্ট আন্তরিক হওয়ার পাশাপাশি বিশেষতঃ স্টার গ্রাহকদের জন্য লাইফ স্টাইল, স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চা, ফার্নিচার ও হোম অ্যাপলায়েন্স, ফুড কোর্টে খাবার-দাবার, ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু বিশেষ সুবিধা দিয়ে থাকি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
নাফিজ আহমেদের বক্তব্যের পর মোনাজাত শেষে শুরু হয় ইফতার। ইফতার শেষে আমন্ত্রিত অথিতিরা নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় করেন।
আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া।
তিনি বলেন, গ্রামীণফোনের এই উদ্যোগটি একজন গ্রাহকের প্রতি তার লালিত সম্মানের বহিঃপ্রকাশ যা অবশ্যই প্রশংসার দাবিদার।
বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
পিসি