ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডপলার রাডার স্থাপনে ১৮৬ কোটি টাকা দেবে জাপান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
ডপলার রাডার স্থাপনে ১৮৬ কোটি টাকা দেবে জাপান

ঢাকা: আধুনিক ব্যবস্থা ডপলার রাডার স্থাপনে বাংলাদেশকে ১৮৬ কোটি ২৬ লাখ টাকা অনুদান সহায়তা দেবে জাপান।

বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ প্রকল্পে দুই দেশের মধ্যে অনুদান ও বিনিময় চুক্তি সই হয়।



এ প্রকল্পের মাধ্যমে ঢাকায় ঝড় সতর্কীকরণ কেন্দ্র এবং হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ইমেজের কম্পোজিট পিকচার পাওয়া যাবে।

‘দ্য প্রজেক্ট ফর ইপ্রুভমেন্ট অব মেট্রোলজিক্যাল রাডার সিস্টেম ইন ঢাকা অ্যান্ড রংপুর’-এর মাধ্যমে সময়মতো কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিঝড়সহ অতিবৃষ্টি, খরার অবস্থা ও তীব্রতা আগাম এবং নিখুঁতভাবে নির্ণয় করা যাবে।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে সংঘটিত জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে এনে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাডার কেন্দ্র থেকে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ২৭০ কিলোমিটার বা ঘণ্টা নির্ণয় করা যাবে।
এ ছাড়া রাডার কেন্দ্র থেকে ৪৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতি ঘণ্টায় কী পরিমাণ বৃষ্টিপাত হবে, তার পূর্বাভাসও জানা যাবে।

এ অনুদান ও বিনিময় চুক্তিতে সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, জাপান সরকারের পক্ষে জাপানের এন্টিরিম চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকিশি মাৎসুঙ্গা এবং জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হাতাইডা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এমআইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।