ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার পরিদর্শনে ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
সাতক্ষীরায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার পরিদর্শনে ডিসি

সাতক্ষীরা: পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসানের নেতৃত্বে সাতক্ষীরা শহরের বড় বাজার পরিদর্শন করেছে বাজার মনিটরিং কমিটি।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে বাজার মনিটরিং কমিটির সদস্যরা বড় বাজারের ঠাকুর এন্টারপ্রাইজ, কালিপাল এন্টারপ্রাইজ, সিরাজ স্টোরসহ বিভিন্ন মুদি দোকান, মাছ, মাংস ও সবজির বাজার পরিদর্শন করেন।



এসময় জেলা প্রশাসক ক্রেতা-বিক্রেতাদের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম শুনে সন্তোষ প্রকাশ করেন।

বুধবার বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা মার্কেটিং অফিসার আকমল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।