ঢাকা: ইকোলজি, ইকোনমি অ্যান্ড সোস্যাল রেসপনসিবিলিটির (ইকোস) সিনিয়ন গ্রিন ইকোনমি এক্সপার্ট হ্যানস-পিটার এগলার ও মি. ডেনিয়েল ওয়েনারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
সম্প্রতি সুইজারল্যান্ডের ব্যাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টস’র (বিআইএস) বার্ষিক সাধারণ সভায় যোগদানকালে গর্ভনর তাদের সঙ্গে বৈঠক করেন।
ইকোস ব্যাসেলভিত্তিক গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান।
ইকোস প্রতিনিধি দল গভর্নর ও তার টিমের সঙ্গে বস্ত্র ও চামড়া খাতসহ টেকসই অবকাঠামো খাতে গ্রিন তহবিল গঠনের সম্ভাব্য সহযোগিতা সম্পর্কে আলোচনা করেন। গ্রিন অবকাঠামো, কার্যকর উৎপাদন প্রক্রিয়া এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়নের জন্যে পর্যাপ্ত দক্ষতার ওপর জোর দেন।
তারা গ্লোবাল গ্রিন প্লাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশের অন্য প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনেরও অঙ্গীকার করেন। বৈঠকে বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়নের জন্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সঙ্গে ইকোসের এক্সপার্টদের কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ হন। বাংলাদেশ এআইআইবি’র প্রতিষ্ঠাতা সদস্য।
সুইজারল্যান্ডে বিআইএস এর বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকালে গভর্নর ড. আতিউর রহমান যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) চেয়ারপার্সন জ্যানেট ইয়েলেনসহ অনেক গভর্নরের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে যে অগ্রগতি অর্জন করেছে তা জ্যানেট ইয়েলেনের সঙ্গে আলোচনা করেন গর্ভনর আতিউর রহমান।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসই/বিএস